কলকাতা : আজ রাখীপূর্ণিমা। কখন ভাইকে বাঁধবেন রাখী। কখনই বা পুজোর শুভযোগ?  বাড়িতে কোনও বিয়ের (Marriage) অনুষ্ঠান হোক বা অন্নপ্রাশন, কোনও ধর্মীয় অনুষ্ঠান বা উৎসব উদযাপন কিংবা কোথাও ভ্রমণে যাবেন,  এসবের জন্য শুভক্ষণ দেখে নেওয়ার একটা চল রয়েছে হিন্দুধর্মে। আর তার রেফারেন্স হল- পঞ্জিকা (Panjika) বা পাঁজি। এই বইয়ে উল্লেখ থাকে- কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-র কথা । কাজেই, গৃহস্থের বাড়িতে একটি পাঁজি থাকবে না, এমনটা সচরাচর দেখাই যায় না। (Religion) 


কিন্তু, এই পাঁজি লেখা হয় কীভাবে ? এই বই আসলে অনেকটা জ্যোতিষ-শাস্ত্র অবলম্বন করে লিপিবদ্ধ হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই এই বইয়ে ব্যবহৃত কিছু শব্দবন্ধনী অনেকেরই বোধগম্য নাও হতে পারে। কিন্তু, জ্যোতিষীরা সেগুলি বুঝতে পারেন সহজেই। বিভিন্ন গ্রহ-নক্ষত্রের প্রভাবে, মানুষের যে ভাগ্য লেখা হয়ে যায় জন্মানোর সঙ্গে সঙ্গেই, সেসবের সুসময়, অসময়, কীভাবে এগোলে ভাল ফল মিলতে পারে-এইসব যাবতীয় তথ্য তুলে ধরা হয় বিভিন্ন পাঁজিতে। তার ওপর ভিত্তি করেই তৈরি হয় ভাগ্যচক্র। তাই, নতুন বছরের শুরুতেই বাঙালির গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ে একটা পাঁজি। আমাদের এই প্রতিবেদনে এবার থেকে প্রতিদিনের - কালবেলাদি, কালরাত্রি ও যাত্রা-সহ বিভিন্ন তথ্য তুলে ধরা হবে।


আজ ১২ ভাদ্র, ৩০ অগাস্ট -


সূর্যোদয়- সকাল ৫টা ২১মিনিট


সূর্যাস্ত- সন্ধে ৫ টা ৫৬ মিনিট


কালবেলাদি- ০৮:৩০ থেকে ১০: ০৪ এবং ১১.৩৮ থেকে ১.১৩ 


কালরাত্রি- ০২:৩০ গতে ৩:৫৫ মধ্যে


যাত্রা-  রাত্রি ৯.৫৮ য় যাত্রা শুভ, উত্তর ও দক্ষিণে নিষেধ, রাত্রি ২.৩৩ এ বায়ু ও নৈঋত কোণে যাত্রা নিষেধ 



শুভকাজ- সকাল ১০.২৭


আজ বাড়িতে সত্য নারায়ণ পুজো করা যাবে। রাতে আজ ঝুলন যাত্রা সমাপন 


(তথ্যসূত্র : বেণীমাধব শীল)


একনজরে আজকের রাশিফল 


আজ ৩০ অগাস্ট, বুধবার। কেমন যেতে পারে আপনার আজকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।


মেষ- ইতিবাচক মানসিকতা ব্যবসার জন্য লাভজনক। আপনার কারণে পরিবারের খুশির পরিবেশ বজায় থাকবে। সম্পর্ক স্থাপন করার ক্ষমতা বাড়বে। স্বপ্ন নিয়ে কোনও উদ্বেগ নয়। আজ ভ্রমণের জন্য ভাল দিন নয়।


বৃষ- অতিরিক্ত চিন্তা এবং চাপে হাইপারটেনশন হতে পারে। অর্থের ভারসাম্য বজায় থাকবে। বিকেলে কোনও বিনোদনমূলক কাজে অংশ নিতে পারেন। সামাজিক সম্পর্ক বজায় রাখতে পারবেন। নিজের জন্য সময় পাবেন।  


মিথুন- নিজের এবং অন্যের পছন্দের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। নিজের আবেগ প্রকাশ করুন। এমন কোনও কাজ করুন যা প্রশান্তি দেয়। আর্থিক দিক থেকে ইতিবাচর উন্নতি।









সিংহ- আজ কোনও আত্মীয় আসতে পারেন বাড়িতে। বাড়ির কাজে অর্থ ব্যয়ে। দিনের শেষে কোনও খুশির খবর আসতে পারে। রোম্যান্টিক মুহূর্ত কাটবে। বাহ্যিক চাপের কাছে মাথা নত করবেন না।


কন্যা- যোগব্যায়াম এবং শরীরচর্চায় ইতিবাচক ফল মিলতে পারে। অর্থ সঞ্চয়ে নয়া চ্যালেঞ্জ। সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক পরিস্থিতির উন্নতি। বন্ধুদের সঙ্গে সম্পর্কে উন্নতি। সহকর্মীদের সঙ্গে অফিসের বাইরেও সময় কাটবে।


তুলা-  আশাবাদী মনোভাবে কঠিন সময়ে কাটিয়ে উঠতে পারবেন। আত্মবিশ্বাস বজায় থাকবে। বাবা-মায়ের স্বাস্থ্যের জন্য খরচ। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে।


বৃশ্চিক- স্বাস্থ্য এবং ত্বকের যত্ন নেওয়ার প্রচুর সময় পাবেন। এমন কাজ করুন যাতে আর্থিক লাভ হয়। সন্ধেয় কোনও বন্ধু আমন্ত্রণ করতে পারেন। আবেগ প্রকাশ করা চ্যালেঞ্জ হতে পারে।


ধনু- স্বাস্থ্য ভাল থাকবে। যে কোনও কাজ করতে পারবেন। বন্ধুদের সমর্থন পাবেন। সময়ের গুরুত্ব বুঝতে হবে। প্রেমের সম্পর্কে হতাশার আশঙ্কা।


মকর- কাজের চাপ থাকলেও শরীর ঠিক থাকবে। নতুন কোনও কিছু শুরুর করার ক্ষেত্রে আর্থিক সাহায্য পাবেন। পরিচিত বা অপরিচিত কারোর সঙ্গে কথা বলার বিষয়ে সতর্ক থাকুন।


কুম্ভ- টাকা ধার দেওয়ার বিষয়ে সতর্ক থাকুন। ধৈর্য্য রাখতে শিখুন। প্রেমের সম্পর্কে কষ্টের আশঙ্কা। কাজ থেকে ছুটি নিন। পরিবারের সঙ্গে সময় কাটান। বৈবাহিক জীবনে নতুন চ্যালেঞ্জ।


মীন- কাজ শেষ করে নিজেকে সময় দিন। ব্যবসায়ীদের আর্থিক বিষয়ে বিশেষ সতর্কতা প্রয়োজন।  চুরির আশঙ্কা রয়েছে। কথা বলার বিষয়ে সতর্ক হতে হবে। প্রেমের সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশের আশঙ্কা।   

আরও পড়ুন :


আজ ও কাল দুদিনই আছে পূর্ণিমা তিথি, কখন রাখী বাঁধা সবথেকে শুভ?