মুম্বই: করোনা লকডাউনে কর্মহীন হয়ে পড়া গুরুগ্রামের ২০০ পরিবারের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী রাকুলপ্রীত সিংহ ও তাঁর পরিবার। তিনি জানিয়েছেন, তাঁদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে রান্না করা খাবার প্রতিদিন পৌঁছে দেওয়া হচ্ছে দরিদ্র পরিবারগুলির কাছে। লকডাউন না ওঠা পর্যন্ত এভাবেই সাহায্য করে যাবেন তাঁরা।


রাকুলপ্রীত বলেছেন, তাঁর বাবা জানতে পারেন, লকডাউনে ওই বস্তির প্রত্যেকে তাঁদের কাজ হারিয়েছেন। তাই তাঁদের জন্য দিনে দু’বেলা খাবারদাবারের ব্যবস্থা করেছেন তাঁরা। এখনও পর্যন্ত ঠিক করেছেন, এপ্রিল পর্যন্ত এভাবেই ওই বস্তিতে পৌঁছে দেওয়া হবে খাবার। তারপর যদি লকডাউন আরও বাড়ে, তখনও তাঁদের সাহায্য চলবে।

প্রিয় নায়িকার কাজে প্রেরণা পেয়ে তাঁর এক অনুরাগীও দরিদ্রদের কাছে খাবার পৌঁছে দেওয়ার ব্রত নিয়েছেন। তাঁর পাঠানো ছবি আবার রিটুইট করেছেন নায়িকা।


রাকুল জানিয়েছেন, বাবা মায়ের সাহায্য ছাড়া এই পথে পা বাড়াতে পারতেন না তিনি। তাঁরা সমস্ত কিছু দেখাশোনা করছেন, সব কাজই চলছে তাঁদের তত্ত্বাবধানে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এসেছেন অক্ষয় কুমার, অজয় দেবগণ, ভিকি কৌশল, শাহরুখ খান, রণবীর সিংহ, দীপিকা পাড়ুকোন, প্রিয়ঙ্কা চোপড়ার মত বলিউড সেলিব্রিটিরা। সেই তালিকায় নিজের নামও তুলে ফেললেন রাকুলপ্রীত।