নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দির উদ্বোধন উপলক্ষে প্রকাশিত হল স্মারক ডাকটিকিট (commemorative postage stamps)। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন এই স্মারক ডাকটিকিটের। এছাড়া একটি ডাকটিকিটের বইও উদ্বোধন করেছেন তিনি।


ডাকবিভাগের কর্তৃপক্ষ জানিয়েছে, রাম মন্দির, চৌপাই, সূর্য, সয়যূ নদী এবং মন্দিরের যাবতীয় ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে ওই স্মারক ডাকটিকিটে। 


৬টি স্ট্যাম্প তৈরি হয়েছে রাম মন্দির, ভগবান গণেশ, ভগবান হনুমান, জটায়ু, কেবৎরাজ এবং মাতা শবরীর নামে।


এর সঙ্গে ডাকটিকিটের বই প্রকাশ করা হয়েছে, ওই  ৪৮ পাতার স্ট্যাম্প টিকিটের বইয়ে আছে ২০টি দেশের ডাক টিকিট। তাতে রয়েছে আমেরিকা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, কানাডা, কাম্বোডিয়া, UN-এর মতো সংস্থা থেকে প্রকাশিত ডাকটিকিটও। 


সূর্যের রশ্মির মতো সোনালি পাতা এবং চৌপাই নিয়ে তৈরি এই জিনিসটি দেখার মতো হয়েছে। পঞ্চভূত অর্থাৎ, আকাশ, বায়ু, অগ্নি, পৃথিবী এবং জলকে বোঝায় এটি। 


 






রাম মন্দির উদ্বোধন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি:
২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা। ৪ দিন আগেই অযোধ্যার গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপন। ১৩১ জন পুরোহিতের মন্ত্রোচ্চারণে ২৪ বিধিতে হল পুজো।


অর্ধদিবস ছুটি: 
২২ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি অফিসে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। 'রামমন্দির উদ্বোধনের দিন মানুষের আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত', জানালেন কর্মিবর্গ মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ।


অযোধ্যার দিকে ভিড়:
রাম মন্দির উদ্বোধনের বাকি আর ৪ দিন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার পথে পুণ্যার্থীরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়।


এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়েছে নানারকম আচার-বিধি পালন। আজ রামচন্দ্রের বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় শোভাযাত্রা হবে। মঙ্গল কলসে সরযূ নদীর জল নিয়ে রাম মন্দিরে আসেন ভক্তরা। হায়দরাবাদ থেকে আনা হয়েছে বিশালাকার লাড্ডু। রাম মন্দিরের একেবারে ধ্বজার নীচে রয়েছে গর্ভগৃহ। সেখানেই অধিষ্ঠিত হবেন রামলালা। মন্দিরে ঢোকার পথ বা সিঁড়ির নাম দেওয়া হয়েছে সিংহদ্বার। সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই সোজা দেখা যাবে গর্ভগৃহ। দেখা মিলবে রামলালার। আপাতত চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গুজরাত থেকে আনা হয়েছে ১০৮ ফুট দীর্ঘ ধূপ। মন্দির উদ্বোধনের দিন এই ধূপ জ্বালানো হবে। আগরা থেকে অযোধ্যায় আনা হয়েছে ৫৬ রকমের পেড়া। 


আরও পড়ুন: 'মানুষের আবেগের কথা মাথায় রেখে সিদ্ধান্ত' ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা কেন্দ্রের