Realme Smartphones: রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজ (Realme 12 Pro 5G Series) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৯ জানুয়ারি। আগে শোনা গিয়েছিল, এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ১২ প্রো (Realme 12 Pro) এবং রিয়েলমি ১২ প্রো প্লাস (Realme 12 Pro Plus)- এই দু'টি ফোন লঞ্চ হবে। তবে এখন শোনা যাচ্ছে, রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজে আরও একটি মডেল লঞ্চ হতে চলেছে। আর সেটি সম্ভবত রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি- এটি হতে চলেছে। টিপস্টার যোগেশ ব্রার একথা জানিয়েছেন। এই ফোন ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এই দুই মডেলের দাম হতে পারে যথাক্রমে ৩৩,৯৯৯ টাকা এবং ৩৫,৯৯৯ টাকা। রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের টপ-এন্ড মডেল হতে চলেছে রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি। তাই অনুমান করা হচ্ছে, এই সিরিজের প্রো এবং প্রো প্লাস- এই দুই ফোনের দাম প্রো ম্যাক্স মডেলের তুলনায় কম হবে। 


রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন, এই ফোনের একটি ছবি ফাঁস হয়েছে 



  • এই ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এই ফোনে Curved Vision ডিসপ্লে থাকার কথা শোনা গিয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ বেসড Realme UI 5.0- এর সাহায্যে। 

  • রিয়েলমি ১২ প্রো ম্যাক্স ৫জি ফোনের রেয়ার ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 সেনসর, যা আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত, সেটি থাকতে পারে। এর সঙ্গে ৬৪ মেগাপিক্সেলের অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন যুক্ত পেরিস্কোপ পোর্ট্রেট ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে। 


রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস



  • প্রো মডেলে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। প্রো প্লাস মডেলে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে পারে। 

  • রিয়েলমি ১২ প্রো ৫জি ফোন লঞ্চ হতে পারে ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি কনফিগারেশনে। 

  • রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, এই দুই ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। 


এখনও পর্যন্ত যেসব তথ্য জানা গিয়েছে


রিয়েলমি সংস্থা জানিয়েছে তাদের প্রো ১২ ৫জি সিরিজের ফোন সাবমেরিন ব্লু রঙ হতে পারে। এছাড়াও থাকতে পারে পেরিস্কোপ টেলিফটো কামেরা। রিয়েলমি ১২ প্রো নেভিগেটর বেজ শেডে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে একটি এক্সপ্লোরার রেড রঙের অপশন থাকতে পারে। দুটো ফোনেই ৫০০০ এমএএইচ ব্যাটার থাকতে পারে। তার সঙ্গে ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। রিয়েলমি ১২ প্রো ৫জি সিরিজের প্রো এবং প্রো ম্যাক্স ফোনে ৬.৭ ইঞ্চির curved-edge full-HD+ AMOLED স্ক্রিন থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 


আরও পড়ুন- ভবিষ্যতে বিভিন্ন জিনিসের উপর শাসন-নিয়ন্ত্রণ থাকবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, মন্তব্য ইসরোর চেয়ারম্যানের