অযোধ্যা: ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন ঘিরে অযোধ্যা নগরীতে সাজো সাজো রব। ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  প্রাণ প্রতিষ্টা উৎসবের জন্য সরকার ও প্রশাসন দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছে। এখন প্রস্তুতি শেষ পর্যায়ে। রাম মন্দিরে নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে। 


তবে এই দিন সকল দর্শনার্থী ভক্তদের জন্য প্রবেশের ব্যবস্থা রাখা হয়নি। অতিথিরা আমন্ত্রণ পত্র নিয়ে তবেই প্রবেশ করতে পারবেন মন্দিরের ভিতরে। যাদের কাছে ট্রাস্টের আমন্ত্রণপত্র রয়েছে তারাই মন্দিরে যেতে পারবেন। 


রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রবেশের কিছু নিয়ম রয়েছে। সকাল ১১ টার মধ্যে রাম মন্দিরে প্রবেশ করতে হবে অতিথিদের। অতিথি তালিকায় নাম নেই, এমন কোনও সাধু-সন্ত প্রবেশ করতে পারবেন না। অতিথিরা কোনও পরিচারক বা সাহায্যকারীকে নিয়ে প্রবেশ করতে পারবেন না, তাঁদের একাই যেতে হবে মন্দির চত্বরে। যদি কোনও সাধু-সন্ত রামলাল্লাকে দর্শন করতে চান, তাহলে তাঁরা প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরই প্রবেশ করতে পারবেন।


রাম মন্দিরে প্রবেশের বেশ কিছু নিয়ম


রাম মন্দিরে মোবাইল, ইলেকট্রনিক ঘড়ি, ল্যাপটপ বা ক্যামেরার মতো যেকোনো ধরনের ইলেকট্রনিক জিনিস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। এসব নিয়ে ধরা পড়লে সমস্যায় পড়তে হতে পারে। সেই সঙ্গে রিমোট চালিত চাবি, বড় ছাতা, কম্বল, ব্যাগ, পুজোর সরঞ্জাম নিয়ে প্রবেশ করা যাবে না মন্দিরে।


রাম মন্দিরে কোনো ধরনের খাবার নিয়ে যাওয়া যাবে না। ঢোকার আগে সব খাবার বাইরে রাখতে হবে। ভিতরে কোন ধরনের খাবার গ্রহণ নিষিদ্ধ।


বেশিরভাগ মানুষই যে কোনো মন্দিরে বেড়াতে গেলে পুজোর থালা ও ​​পুজোর উপকরণ নিয়ে যান। কিন্তু রাম মন্দিরে পুজোর উপকরণ যেমন সিঁদুর, ফুল, পাতা, জল, ধূপকাঠি, প্রদীপ ইত্যাদি নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। আপনি যদি এই জিনিসগুলি বহন করেন তবে আপনাকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।


রাম মন্দির ট্রাস্টের পক্ষ থেকে কোনও অফিসিয়াল ড্রেস কোড জারি করা হয়নি। পুরুষরা ধুতি, গামছা, কুর্তা-পাজামা এবং মহিলারা সালোয়ার স্যুট বা শাড়ি পরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যেতে পারেন। 


এদিকে, রাম মন্দির উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকবেন, রাজনৈতিক জগতের বিশিষ্টরা থেকে বলিউড ও ক্রীড়াজগতের বিশিষ্টরা। পুরো অনুষ্ঠানটি তদারকি করছে উত্তরপ্রদেশ সরকার। রাম মন্দির প্রতিষ্ঠার লড়াইয়ে বহুবছরের অংশীদার, বিজেপি নেতা এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিও রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেবেন। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।  


আরও পড়ুন, উত্তর ভারতের নাগারা আদলে তৈরি অযোধ্যার রাম মন্দির, কী এই শৈলী ? কী সুবিধা থাকছে ভক্তদের জন্য


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে