বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের (Ram Mandir Inauguration) উদ্বোধন। আলোয় ঝলমল করছে গোটা শহর। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে। 


 



অযোধ্য়াজুড়ে একেবারে উৎসবের মেজাজ। অযোধ্যার তীর্থক্ষেত্রপুরম। কার্যত তাঁবুর শহরে পরিণত হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আসা সাধু-সন্তরা এখানে অস্থায়ী তাঁবুতে থাকছেন। চারদিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই সাধু-সন্তরাও আগামীকাল একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত যেতে পারবেন। সরযূ ঘাটে জায়ান্ট স্ক্রিনের বন্দোবস্ত করা হয়েছে। যেখানে রামলালার প্রাণপ্রতিষ্ঠা সরাসরি দেখা যাবে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকাল প্রধানমন্ত্রী তার আগে স্নান করবেন। আর রামলালাকে দেখতে বিভিন্ন রাজ্য থেকে হাজির হয়েছেন ভক্তরা। এরাজ্য থেকেও পৌঁছে গিয়েছেন ভক্তরা। 


সোমবার অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান। প্রস্তুতি পর্ব প্রায় শেষ। সেজে উঠেছে রামের জন্মভূমি। রাস্তার মোড়ে মোড়ে ফুল দিয়ে তৈরি করা হয়েছে হাতি, ধনুক-সহ বিভিন্ন মূর্তি। রাম মন্দিরের মূল প্রবেশদ্বারের উল্টোদিকে, কিছুদূর গেলেই রাম জন্মভূমির কর্মশালা। তার কাছেই রয়েছে যজ্ঞশালা। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার জন্য এখানেই রাজসূয় যজ্ঞের ব্যবস্থা করা হয়েছে। তৈরি হয়েছে ১ হাজার ৮টি যজ্ঞকুণ্ড।

স্বচ্ছতা অভিযান নিয়ে আড়াই সেন্টিমিটার লম্বা প্রধানমন্ত্রীর মিনিয়েচার গড়েছেন ওড়িশার এই তরুণ চক-শিল্পী। পরিচ্ছন্নতা বোধ ও নাগরিক চেতনার প্রসার ঘটাতে দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে মন্দিরে এ ধরনের মিনিয়েচার রাখতে চান বিজয়। তাঁর উদ্যোগকে স্বাগত জানিয়ে শংসাপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ও উপ রাষ্ট্রপতি। রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যা শহরকে সাজানোর পাশাপাশি, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও দেওয়া হয়েছে নজর। অযোধ্যা শহরকে ঝকঝকে তকতকে করে রাখতে তৎপর প্রশাসন। ঘন ঘন রাস্তা সাফাইয়ের কাজ চলছে। এমনকী, ওয়াটার জেট দিয়ে ধুয়ে সাফ করা হচ্ছে গাছের পাতা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Kolkata Police: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে ভাঙল তোরণ, আহত অ্যাডিশনাল CP