অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা, উত্তরপ্রদেশ: নতুন বছরের প্রথম দিনেই বিশেষ ভোগ রাম লালার (Ram Lalla) জন্য। এখনও রাম মন্দির উদ্বোধন হয়নি তো কী হয়েছে, রাম লালার জন্য ভোগের ব্যবস্থা রয়েছে পুরোপুরি। বছরের প্রথম দিনে উত্তরপ্রদেশে অযোধ্যায় (Ayodhya Ram Mandir) রাম লালার জন্য '৫৬ ভোগ প্রসাদ'-এর ব্যবস্থা হয়েছে।


ভগবান রামকে রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এই প্রসাদ নিবেদন করবেন। বিশেষ বিশেষ মিষ্টান্নতে সাজানো হয়েছে এই ভোগের থালা। নানা ধরনের নানা স্বাদের মিষ্টি রয়েছে এখানে। 


লখনউয়ের একটি প্রসিদ্ধ মিষ্টির দোকান 'মধুরিমা', সেই দোকান থেকেই এসেছে রাম লালার জন্য বছরের প্রথম দিনের বিশেষ ভোগ। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের দিনও পাঠানো হবে বিশেষ মিষ্টি। বছরের প্রথম দিনে ভগবানের জন্য ৫৬ ভোগ প্রসাদ পাঠানোর রীতি রয়েছে। সেই প্রথা মেনেই এই কাজ। রসগোল্লা, লাড্ডু, বরফি-সহ নানাবিধ মিষ্টি রয়েছে এই প্রসাদের থালায়।


এর আগে জানা গিয়েছে রামলালার দরবার সাজানো হবে বিশেষ ধরনের গোলাপ দিয়ে। ফুলের পাপড়ির ওপর ছাপা থাকবে রামলালার মুখ ও রাম নাম। গুজরাত থেকে এসেছেন ফুল ব্যবসায়ী অশোক ধনশালী। তাঁর পরিবারের হাতেই রামলালার দরবার সাজানোর ভার। রাম লালার জন্য় সারা দেশের নানা কোণা থেকে আসছে বহু উপহার। নেপাল থেকে বহু উপহার আসছে। ছত্তীসগঢ় থেকে আসছে ৩ কুইন্ট্যাল চাল। ভাদোদরা থেকে ১০৮ ফুট লম্বা ধূপ, উত্তরপ্রদেশ থেকে অষ্টধাতু। পটনা থেকে সোনাপ ধনুক, রামেশ্বরম থেকে রাম লালার জন্য এসেছে ৬০০ কেজির ঘণ্টা। 


বছরের প্রথম দিনে ভিড়:
২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। তার আগে নতুন বছরের প্রথম দিন রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ভক্তরা। বিশ্ব হিন্দু পরিষদের তরফে আজ থেকেই রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র বাড়ি বাড়ি বিলি করার কাজ শুরু হয়েছে। একদিকে যখন চরম ব্যস্ততা, তখন সূত্রের দাবি, রামমন্দির, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রাজ্যের STF প্রধানকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার একটি হুমকি মেল আসে। ইমেল প্রেরক নিজেকে পাক গুপ্তচর সংস্থা ISI-এর সঙ্গে যুক্ত বলে দাবি করে। এর প্রেক্ষিতে অযোধ্যা নগরীতে নিরাপত্তার কড়াকড়ি। 


আরও পড়ুন: এই পোশাক পরলে এবার দরজা বন্ধ পুরী জগন্নাথ মন্দিরে! কী কী বারণ?