অর্ণব মুখোপাধ্যায়, অযোধ্যা: রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন ঘিরে অযোধ্যায় (Ayodhya) মহোৎসব। বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রামলালার আরতির সময় ঘণ্টাধ্বনি করবেন অতিথিরা।


মুহূর্ত স্মরণীয় করে রাখতে বিশেষ ব্যবস্থা: অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই তাঁর হাতে রামলালার নতুন মূর্তিতে প্রাণপ্রতিষ্ঠা হবে। উৎসব মুখর অযোধ্যা শহর। বেলা ১২টা বেজে ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে ১২টা বেজে ৩০ মিনিট ৩২ সেকেন্ড পর্যন্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান। ষোড়শ উপাচারে হবে পুজো। এই মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। আরতি এবং ঘণ্টাধ্বনি শেষে হবে মঙ্গলধ্বনি। থাকছে বাংলার শ্রীখোল ও সরোদ। মন্দির চত্বরে বিভিন্ন ভারতীয় তালবাদ্য বাজাবেন ৩০ জন শিল্পী। সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হবে।     


রামভূমি অযোধ্যার দর্শন করুন এবিপি মেটাভার্সে। ক্লিক করুন।          


অযোধ্যার উৎসবের ছবি হেলিকপ্টার থেকে ভিডিও করেছেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় অযোধ্যার সাকেত স্কুল মাঠের হেলিপ্যাডে নামে প্রধানমন্ত্রীর বিমান। এরপর ১১টা ১৬-তে রাম জন্মভূমিতে পৌঁছন মোদি। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত। বেলা ১২টা ৫৫-য় পূজাস্থল ছাড়বেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় যোগ দেবেন একটি অনুষ্ঠানে। দুপুর ১ থেকে দুপুর ২টো পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। দুপুর ২টো ১০-এ কুবের টিলায় পৌঁছবেন মোদি। সেখানে জটায়ু মন্দিরে পুজো দেবেন। রাম জন্মভূমির প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস মহারাজ জানিয়েছেন, "বড় আর ছোট, দুই রামলালাই এখন প্রতিষ্ঠিত নব নির্মিত রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত। আজ থেকে দুটি বিগ্রহেরই পুজো হবে। যে অনুষ্ঠান হচ্ছে, তা অত্যন্ত ভালোভাবে হচ্ছে। রামভক্তদের মনস্কামনা পূরণ হচ্ছে।'' 


রামমন্দির উদ্বোধন ঘিরে অযোধ্যায় হাজার হাজার ভক্তের ভিড়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় এসেছেন সাধু-সন্তরা। বিদেশ থেকেও এসেছেন অতিথিরা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। জায়গায় জায়গায় চেকিং পয়েন্ট। চলছে নাকা তল্লাশি। SPG ও কমান্ডো বলয়ের ঘেরাটোপে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ও বিশেষ অতিথি ছাড়া প্রবেশ নিষেধ। ড্রোন উড়িয়ে চলছে নজরদারি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Kolkata News: তিন ঘণ্টার অস্ত্রোপচারে জুড়ল কাটা আঙুল, সাফল্য কলকাতার নার্সিংহোমে