Ram Mandir: উদ্বোধনের বাকি ৪ দিন, আজই গর্ভগৃহে বিরাজমান হবেন রামলালার স্থাপত্য মূর্তি

Ramlalla, Ram Mandir: এখনও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গুজরাত থেকে আনা হয়েছে ১০৮ ফুট দীর্ঘ ধূপ।

Continues below advertisement

সঞ্চয়ন মিত্র, কলকাতা: উদ্বোধনের বাকি ৪ দিন। অযোধ্যার রাম জন্মভূমি কমপ্লেক্সে এল রামলালার স্থাপত্য মূর্তি। আজই গর্ভগৃহে হবেন বিরাজমান। ২৪ বিধিতে হবে পুজো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার পথে পুণ্যার্থীরা। গেরুয়া ঝান্ডা নিয়ে, রামের নামে স্লোগান দিতে দিতে যাচ্ছেন অযোধ্যায়।

Continues below advertisement

তবে এখনও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গুজরাত থেকে আনা হয়েছে ১০৮ ফুট দীর্ঘ ধূপ। মন্দির উদ্বোধনের দিন এই ধূপ জ্বালানো হবে। আগরা থেকে অযোধ্যায় আনা হয়েছে ৫৬ রকমের পেড়া। 

উদ্বোধন-পর্বের এক সপ্তাহ আগেই শুরু হয়ে গিয়েছে পূজার্চনা ও বিধি পালন। শ্রী রামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছিল, সরযূ নদীর তীরে 'দশবিধ' স্নান, বিষ্ণু পুজো এবং গোমাতার উদ্দেশে নৈবেদ্য প্রদান করা হবে। আজ রামলালার বাল্যকালের মূর্তি নিয়ে অযোধ্যায় বের করা হবে শোভাযাত্রা। মঙ্গল কলসে করে সরযূর জল মন্দিরে নিয়ে আসেন ভক্তরা। ২১ জানুয়ারি পর্যন্ত চলবে নানারকম আচার-অনুষ্ঠান। 

Continues below advertisement
Sponsored Links by Taboola