নয়াদিল্লি: অযোধ্যায় রাম জন্মভূমি মন্দিরে বালক রামের মূর্তি প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো রামনবমী (Ram Navami 2024) পালিত হল বুধবার। সকাল থেকেই দিব্য অভিষেক থেকে দিব্য শৃঙ্গার, সব রকমের অনুষ্ঠানের পর দুপুর ১২ টার পর হয় সূর্য তিলক (Surya Tilak) বা সূর্য অভিষেকের অনুষ্ঠান। নির্বাচনী প্রচারের ব্যস্ততার ফাঁকে এই সমস্ত অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)


ঐতিহাসিক এই অনুষ্ঠানের লাইভ স্ট্রিমিংটি মোদি দেখেন অসমের নলবাড়ি থেকে জনসভা করে ফেরার সময় হেলিকপ্টারের মধ্যেই। যার ছবিগুলি তিনি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্টেও। 


সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “পুরো অনুষ্ঠানটি দেখার যে সৌভাগ্য আমার হয়েছে তা আমার কাছে আশীর্বাদের মতো। সূর্য তিলক এবং তার থেকে পাওয়া আধ্যাত্মিক এনার্জি বিকশিত ভারত মিশনকে আরও সাফল্যমণ্ডিত করে তুলবে বলেই আমি মনে করি।” 


বুধবার অসম ও ত্রিপুরায় নির্বাচনী প্রচার সারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অসমের নলবাড়িতে জনসভা করার পর ত্রিপুরার রাজধানী আগরতলায় জনসভা করতে যাওয়ার পথে হেলিকপ্টারের মধ্যেই সূর্য তিলক বা সূর্য অভিষেকের অনুষ্ঠানটি তিনি দেখেন নিজের ট্যাবে।  


তিন মিনিটের অপূর্ব এই অনুষ্ঠানে দেখা যায় বিজ্ঞানীদের তৈরি করা প্রযুক্তির সাহায্যে সূর্যের রশ্মি সোজাসুজি এসে পড়ছে বালক রামের মূর্তির একদম কপালে। লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে যা প্রত্যক্ষ করেন লক্ষ লক্ষ রাম ভক্ত। যার জেরে কিছুক্ষণের জন্য যেন ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। 


বুধবার দুপুরে রাম লালার সূর্য অভিষেকের অনুষ্ঠানটি সম্ভব হয়েছে রুরকির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের দীর্ঘদিনের গবেষণার ফলে। মন্দির তৈরির সঙ্গে সঙ্গেই এই পরিকল্পনাটি বাস্তবায়িত করার জন্য অক্লান্ত পরিশ্রম করছিলেন তাঁরাও। যার সাফল্য আজ গর্বিত করেছে ভারতীয় বিজ্ঞানী মহলকেও।


শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে সূর্য তিলকের লাইভ স্ট্রিমিংয়ের অপূর্ব দৃশ্যটি যে লিঙ্ক শেয়ার করা হয়েছিল। সেটি শেয়ার করে আগেই প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেল থেকে বিশ্বের সমস্ত রাম ভক্তের কাছে অনুষ্ঠানটি দেখার অনুরোধ জানিয়েছিলেন। আবেদন করেছিলেন ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী থাকার জন্য। 


নিজের পোস্ট প্রধানমন্ত্রী লিখেছিলেন, “রাম লালার প্রাণপ্রতিষ্ঠা হওয়ার পর এটাই প্রথম রামনবমী। পাশাপাশি ভগবান রামের এটাই প্রথম সূর্য তিলক। তাই আমি সমস্ত রাম ভক্তের কাছে অনুরোধ করব বিশাল রাম মন্দিরের মধ্যে ঘটা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকার জন্য।” 


আর অনুষ্ঠানটি শেষ হওয়ার পর অত্যন্ত উচ্ছ্বসিত হয়ে তিনি পোস্ট করেন, “কোটি কোটি ভারতীয়ের মতো এই মুহূর্তটি আমার জন্যও অত্যন্ত আবেগের। অযোধ্যার এই বিশাল রামনবমী অনুষ্ঠান ঐতিহাসিক। এই সূর্য তিলক আমাদের জীবনকে শক্তি দেওয়ার পাশাপাশি আমাদের দেশকে অনুপ্রাণিত করবে সাফল্যের নতুন মাইল ফলক সৃষ্টি করতে।”



আরও পড়ুন: Surya Tilak Video: অন্ধকার গর্ভগৃহে রামলালার কপালে ঠিকরে পড়ল সূর্যের আলো, বিশ্ব দেখল সূর্য তিলক বিধি


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।