নয়াদিল্লি: ৫ আগস্ট অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, ভূমিপূজা। তার প্রাক্কালে চাঞ্চল্যকর মন্তব্য় ২ শীর্ষ কংগ্রেস নেতা কমল নাথ ও দিগ্বিজয় সিংহের। মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি কমলনাথ প্রতিটি ভারতবাসীর সম্মতিক্রমেই অযোধ্যায় রামমন্দির তৈরি হচ্ছে বলে অভিমত জানিয়েছেন। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণকে স্বাগত জানাই। এদেশের মানুষজনের অনেকদিনেরই প্রত্যাশা এটা। প্রতিটি ভারতীয়ের সম্মতিতেই মন্দির তৈরি হচ্ছে।এটা একমাত্র ভারতেই সম্ভব।
আর দিগ্বিজয়ের দাবি, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীও চেয়েছিলেন, রামমন্দির হোক। ভগবান রাম সবার আস্থা, বিশ্বাসের কেন্দ্রে আছেন বলেও মন্তব্য করেন তিনি। বলেন, আমাদের বিশ্বাসের কেন্দ্রভূমি হলেন ভগবান রাম আর আজ রামের ওপর আস্থা, ভরসাতেই দেশ চলছে। সেজন্যই চাই, অযোধ্যায় রামের জন্মস্থানে একটি রাজকীয় মন্দির তৈরি হোক। তবে শুভ মুহূর্ত দেখে মন্দির তৈরির ভিত্তিপ্রস্তর স্থাপনের সমালোচনা করেন তিনি। বলেন, মুহূর্তের কথা বললে এদেশে ৯০ শতাংশের ওপর হিন্দুই হলেন তাঁরা যাঁরা মুহূর্ত, গৃহদশা, জ্যোতির্বিদ্যার মতো ধর্মীয় বিজ্ঞানে বিশ্বাস করেন। আমি নিরপেক্ষ ভাবে মনে করি, ৫ আগস্ট মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কোনও শুভ মুহূর্ত বলে কিছু হয় না। এটা লোকের ধর্মীয় বিশ্বাস, ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া।


এ ব্যাপারে বিজেপি নেতা তথা মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রের বক্তব্য, কিছু লোকের স্বভাবই হল সমালোচনা করা, যখনই তাঁরা কিছু বলেন, ভাল কিছুতেও খারাপ দেখতে পান। তবে নিজেদের অজ্ঞাতেই সমালোচনা করতে গিয়েও অন্তত ভগবান রামের নাম তো করেন! তিনি বলেন, আদালতে কপিল সিব্বল সহ কংগ্রেসের বড় নেতারা রামমন্দির তৈরির বিরোধিতা করেছেন, সুপ্রিম কোর্টে বারবার বলেছেন, রাম এক কাল্পনিক চরিত্র। এও বলেছেন, রাম সেতু বলে কিছুই নেই। এখন তাঁদের ভাবা উচিত। ভগবান রাম দেশের সর্বত্র আছেন।