অযোধ্যা: করোনা আবহের মধ্যেই বুধবার থেকে শুরু হচ্ছে রামমন্দির নির্মাণের কাজ। আগামীকালই, মন্দিরের ভিতের জন্য প্রথম ইঁট পাতা হবে।


মন্দির ট্রাস্ট প্রধানের মুখপাত্র জানিয়েছেন, আগামীকাল এই অনুষ্ঠানের সূচনা হবে রাম জন্মভূমিতে অবস্থিত কুবের টিলা মন্দিরের শিবমূর্তিতে পুজোর মাধ্যমে।


শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের প্রধান মহন্ত নৃত্যগোপাল দাস জানান, রামায়ণে কথিত আছে যে, লঙ্কায় আক্রমণ করার আগে শ্রীরাম এই রুদ্রাভিষেক রীতির মাধ্যমে শিবের পুজো করেছিলেন।


সেই রীতিকে মাথায় রেখেই শিবের পুজো করেই মন্দির নির্মাণের ভিতে প্রথম ইঁট গাঁথা হবে। বুধবার সকাল ১১টা নাগাদ ওই বিশেষ প্রার্থনা শুরু হবে। পুজোর দায়িত্বে থাকবেন কমলনয়ন দাস সহ অন্যান্য পুরোহিতরা।


কমল নয়ন জানান, পুজোর প্রথাটি প্রায় ২ ঘণ্টা ধরে চলবে। তার পর, ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে রাম মন্দিরের নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।


প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে, এক ঐতিহাসিক সিদ্ধান্তে রাম জন্মভূমিতে মন্দির নির্মাণের অনুমতি দেয় সুপ্রিম কোর্ট। এরপর চলতি বছরের মার্চ মাসে রামলাল্লা বিগ্রহকে অস্থায়ী মন্দিরস্থল থেকে নতুন জায়গায় স্থানান্তরিত করা হয়। কারণ, এই অস্থায়ী জায়গায় নির্মাণ হবে পূর্ণাঙ্গ মন্দিরের।


১৯৯২ সালে অযোধ্যার বিতর্কিত জমিতে ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদকে ধ্বংস করে করসেবকরা। তাঁদের দাবি ছিল, আগে থেকে রাম মন্দির ছিল ওই জায়গায়।


রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি বিতর্কে সুপ্রিম কোর্ট সেখানে রাম মন্দির নির্মাণের রায় দেয়। পাশাপাশি, মসজিদ নির্মাণের জন্য অযোধ্যায় একটি বিকল্প ৫ একর জমির বন্দোবস্ত করার নির্দেশও দেয় শীর্ষ আদালত।


অন্যদিকে, বাবরি ধ্বংস মামলা এখনও লখনউয়ের বিশেষ আদালতে চলছে।