নয়াদিল্লি: সেই পুরনো রামায়ণ আবার ফিরছে টিভিতে। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে সম্প্রচার, তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন এ কথা।

মন্ত্রী টুইট করে জানিয়েছেন, জনতার দাবি মেনে শনিবার থেকে ডিডি ন্যাশনাল চ্যানেলে আবার রামায়ণ সম্প্রচার শুরু হবে।সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হবে একটা এপিসোড, অন্যটা হবে রাত নটা থেকে ১০টা পর্যন্ত।


এই ঘোষণায় খুশি টুইটার জনতা জাভড়েকরকে ধন্যবাদ জানিয়েছে। অনুরোধ করেছে, মহাভারত, জুনিয়র জি, শক্তিমান ও চাণক্য আবার শুরু করার জন্য।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনাভাইরাসের সঙ্গে লড়তে লকডাউন ঘোষণার পর থেকেই নতুন করে রামানন্দ সাগরের রামায়ণ সম্প্রচারের দাবি ওঠে। রামায়ণ সম্প্রচার হয় ১৯৮৭-র ২৫ জানুয়ারি থেকে ১৯৮৮-র ৩১ জুলাই পর্যন্ত। অনেকে উল্লেখ করেন, বিপুল জনপ্রিয় ওই সিরিয়াল চলাকালীন রাস্তাঘাট কেমন ফাঁকা হয়ে যেত। রামায়ণের ফের সম্প্রচার শুরু হলে লকডাউনের মানসিক চাপ অনেকটা কমবে বলে দাবি করেন তাঁরা।