গিরিডি: ছোট্ট নিখিল। বয়স মোটে আট। লড়ছে নিউমোনিয়ার সঙ্গ। কঠিন সময়ের মধ্যে তার পরিবার। চিকিৎসার জন্য প্রয়োজন রক্ত। কিন্তু করোনা পরিস্থিতিতে ব্লাড ব্যাঙ্কগুলির অবস্থাও সঙ্গীন। রক্তের ভাঁড়ারে টান। উপায় না দেখে গ্রামেও বার্তা পাঠিয়েছিলেন তাঁরা।
এমন সময়ে তাদের পাশে এসে দাঁড়ালেন সেলিম আনসারি। নিখিলের ব্লাড গ্রুপ এ পজিটিভ। ব্লাড গ্রুপ মিলে যাওয়ায় নিখিলের জন্য রক্ত দিলেন সেলিম।
দেশজুড়ে করোনা আতঙ্ক। ত্রস্ত দেশের মানুষ। এই পরিস্থিতিতে সোশ্যাল ডিসট্যান্সিং মানাটাই রোগ থেকে দূরে থাকার প্রাথমিক শর্ত। কিন্তু সামাজিক দূরত্ব যে মানবিক সম্পর্কে প্রভাব ফেলে না, এই ঘটনা তারই প্রমাণ।
ইসলাম ধর্মাবলম্বী সেলিমের রোজাপালন চলছে। দিনভর উপোস। এরই মধ্যে ছোট্ট নিখিলের জন্য রক্ত দিতে এগিয়ে এলেন তিনি। তার জন্য ভাঙতে হল উপবাস।
মানবধর্মের কাছে যে ধর্মীয় রীতিনীতিও সামান্য, তা আবারও প্রমাণিত হল এই কঠিন সময়ে।