লন্ডন: ব্রিটেনের করোনা ভাইরাস মোকাবিলার অন্যতম প্রধান মুখ তিনি। তাঁর পরামর্শ মেনেই তৈরি হয়েছে সে দেশের লকডাউনের নিয়মাবলী। অথচ সেই নিল ফার্গুসন নিজেই লকডাউন ভেঙে বিপাকে। বিতর্কের মধ্যে ইস্তফাই দিতে হল তাঁকে!

করোনা ভাইরাস ঠেকাতে লকডাউন চলছে ইংল্যান্ডে। তারই মধ্যে প্রেমিকাকে তাঁর বাড়িতে এসে দেখা করার অনুমতি দেন বৃটিশ সরকারের সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ (এসএজিই)-এর সদস্য তথা দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞানী প্রফেসর নিল ফার্গুসন। বিতর্কের জেরে ইস্তফাই দিতে হল তাঁকে। লন্ডনের ইম্পেরিয়াল কলেজের মহামারী বিশেষজ্ঞ নিল ফার্গুসন তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, তিনি নিয়ম ভেঙেছেন এবং প্রেমিকা অ্যান্তোনিয়া স্ট্যাটসকে নিজের বাড়িতে প্রবেশ করতে দিয়েছেন। বৃটিশ সরকার কোভিড-১৯ মহামারী নিয়ে যেসব নিয়মাবলী দিচ্ছে তাতে সহায়তা করছেন তিনি। ফলে তাঁর পদত্যাগ এসএজিই গ্রুপের কাছে বেশ বড় ধাক্কা।

প্রসঙ্গত ফার্গুসনও করোনা আক্রান্ত হয়েছিলেন। তিনি আইসোলেশনে ছিলেন। তিনি বলেছেন, ‘আমি মেনে নিচ্ছি একটা ভুল কাজ করেছি। তাই আমি এসএজিই থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। আমার করোনা ভাইরাস পজিটিভ এসেছিল। উপসর্গ দেখা দেওয়ার পর প্রায় দুই সপ্তাহ নিজেকে পুরোপুরি আইসোলেট করে রেখেছিলাম। তবে সামাজিক দূরত্ব বজায় রাখার নীতি মানতে পারিনি। এ জন্য আমি গভীর দুঃখ প্রকাশ করছি।’