মুম্বই: অনুরাগ কাশ্যপ তাঁর ওপর জবরদস্তি করেছেন বলে অভিযোগ করার দিনকয়েক পর অভিনেত্রী পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করলেন। মুম্বই পুলিশ জানিয়েছে, পরশু রাতে পায়েল ও তাঁর আইনজীবী নীতীন সাতপুটে ভারসোভা পুলিশ স্টেশনে অনুরাগের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন।


সাতপুটে জানিয়েছেন, অবশেষে কাশ্যপের বিরুদ্ধে তাঁরা এফআইআর করেছেন। তাঁর বিরুদ্ধে ধর্ষণ, জোর করে আটকে রাখা, মহিলার শ্লীলতাহানির মত অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পায়েলের বিবৃতি নথিবদ্ধ করা হয়েছে, তিনি অভিযোগ করেছেন, ২০১৩-য় ভারসোভার ইয়ারি রোডের এক জায়গায় কাশ্যপ তাঁকে ধর্ষণ করেন। এ ব্যাপারে জেরা করতে কাশ্যপকে সমন পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

অনুরাগ কাশ্যপ অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। একের পর এক টুইট করে তিনি দাবি করেছেন, তিনি যেহেতু কেন্দ্রের বিজেপি সরকার বিরোধী, তাই তাঁকে চুপ করানোর চেষ্টা চলছে। পরে নিজের আইনজীবী প্রিয়ঙ্কা খিমানীকে দিয়ে বিবৃতি জারি করে বলেছেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছেন তিনি। পায়েল ঘোষ এক সাক্ষাৎকারে বলেন, অনুরাগ কাশ্যপ তাঁকে বলেন, ফোন করলেই হুমা কুরেশি, রিচা চাড্ডারা চলে আসেন তাঁর কাছে। জবাবে তিনি বলেন, রিচা চাড্ডা, মাহি গিল, হুমা কুরেশির সুযোগ দিয়েছেন আপনি, ওরা এত সাধারণ দেখতে। পরিচালকরা সাধারণত ওদের সুযোগ দেন না, আপনি দারুণ কাজ করেছেন। কিন্তু এ সব করতে আমি এখনই মানসিকভাবে প্রস্তুত নই।

রিচা এ নিয়ে পায়েলকে আইনি নোটিশ পাঠিয়েছেন, হুমা টুইটারে পোস্ট করে বলেছেন, এ ধরনের কথায় তিনি ক্রুদ্ধ, অনুরাগ তিনি বা আরও কারও সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেননি। অনুরাগের দুই প্রাক্তন স্ত্রী আরতি বাজাজ ও কাল্কি কোয়েচলিনও তাঁকে সমর্থন করেছেন।

কিন্তু কঙ্গনা রানাওয়াত বলেছেন, কাশ্যপের বিরুদ্ধে ওঠা অভিযোগ মোটেই ভিত্তিহীন নয়, যৌন নিগ্রহ করতে তিনি যথেষ্ট পারদর্শী।