মুম্বই: ফের বি-টাউনে মিটু-র অভিযোগ।  বিয়ের প্রতিশ্রতি দিয়ে লাগাতার ২ বছর ধরে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ টেলি অভিনেত্রীর। অভিযোগের তির পরিচালক আয়ুষ তেওয়ারির বিরুদ্ধে। ভারসোভা থানায় ওই পরিচালকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।



২৬ বছর বয়সি ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রতি দিয়েছিলেন পরিচালক আয়ুষ তেওয়ারি। গত ২ বছর ধরে তাঁকে ওই পরিচালক ধর্ষণ করেছেন। গত সপ্তাহে ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে খবর, টেলি অভিনেত্রী জানিয়েছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শহরের একাধিক জায়গায় তাঁকে ধর্ষণ করেছেন আয়ুষ।



মুম্বই পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ২৬ বছর বয়সি আয়ুষ তেওয়ারির সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় বছর দুয়েক আগে। বিয়ের প্রতিশ্রতি দিয়েছিলেন অভিযুক্ত। পরে বেঁকে বসেন তিনি। এরপরই এফআইআর দায়ের করেন ওই মহিলা। ভারসোভা থানার শীর্ষ আধিকারিক রাঘবেন্দ্র ঠাকুর জানিয়েছন, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।