নয়াদিল্লি: বাণিজ্য নগরীতে শিল্পজগতে মহীরূহ পতন। ৮৬ বছর বয়সে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত রতন টাটা। নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টসে শায়িত রয়েছে মরদেহ। বিকেল ৪টে পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। সন্ধেয় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শিল্পপতি রতন টাটার শেষকৃত্য। দেওয়া হবে গার্ড অফ অনার। কেন্দ্রের তরফে রতন টাটাকে শেষশ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শ্রদ্ধা জানালেন সচিন তেণ্ডুলকরও। শিল্পপতি রতন টাটার প্রয়াণে একদিনের ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। 


এবার আর গুজব নয়, সত্যি। শিল্পবাণিজ্য়ের জগতে নক্ষত্র পতন। প্রয়াত হলেন রতন টাটা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ত্যাগ করলেন শেষ নিঃশ্বাস। বয়স হয়েছিল ৮৬ বছর। ২০০৮ সালে এক ষষ্ঠীর দিনে, বাংলা ছেড়ে যাওয়ার কথা ঘোষণা করেছিলেন। ১৬ বছর পর সেই ষষ্ঠীর দিনই, সব ছেড়ে চলে গেলেন শিল্পপতি রতন টাটা। দেশ হারাল এক অমূল্য় রতন। শিল্পবাণিজ্য়ের জগতে ঘটল মহীরুহ পতন।


শেষ হল এক গৌরবময় অধ্য়ায়ের। থামল এক কিংবদন্তীর পথ চলা। রতন টাটার জন্ম ১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর। বেড়ে ওঠা ঠাকুমার সান্নিধ্যে। ১৯৬১ সালে কেরিয়ার শুরু করেন টাটা গোষ্ঠীতে। অন্য়ান্য় কর্মীর মতোই কারখানায় পড়ে থেকে হাতে কলমে কাজ শিখেছিলেন। তারপর ধাপে ধাপে উত্থান। ১৯৯১ সালে মাত্র ২১ বছর বয়সে টাটা সন্সের চেয়ারম্যানের দায়িত্ব নেন রতন টাটা। অক্লান্তভাবে ব্যবসায়িক সাম্রাজ্যের পরিধি বাড়িয়েছেন। যার মধ্যে আন্তর্জাতিক মানের একাধিক অধিগ্রহণ রয়েছে।তাঁর আমলেই টেটলি অধিগ্রহণ করেছে টাটা টি। জাগুয়ার ল্য়ান্ড রোভার অধিগ্রহণ করেছে টাটা মোটর্স। সবক’টি অধিগ্রহণই কোম্পানির মুনাফা কয়েকগুণে বাড়িয়েছে।


আরও পড়ুন, 'নিষ্ফলা' স্বাস্থ্য ভবনের বৈঠক, মুখ্যসচিবকে মেল WBJDF-এর


তবে শিল্পপতিদের মধ্য়ে রতন টাটা সবসময় অনন্য়। তিনি শুধু নিজের বা নিজের সংস্থার রোজগারের কথা ভাবেননি। বরং মধ্য়বিত্তের রোজগারের কথা ভেবে, তাদের সাধ্য়ের মধ্য়েই সাধ পূরণের চেষ্টা করেছেন। এই চেষ্টারই ফসল এক লাখি গাড়ি টাটা ন্য়ানো। বুদ্ধদেব ভট্টাচার্যর জমানায় এরাজ্য়ের সিংগুরে, ন্য়ানো গাড়ির কারখানা করতে চেয়েছিলেন রতন টাটা। কিনতু, জমি অধিগ্রহণের বিরোধিতায় পথে নামেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যার জেরে শেষমেশ রাজ্য় ছাড়ার সিদ্ধান্ত নেন টাটা। সেই দিনটাও ছিল ষষ্ঠী।


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।