নয়াদিল্লি: জার্সির রঙ, ফর্ম্যাট বদলালেও দাপট কিন্তু অব্যাহত। বুধবারই বাংলাদেশকে হারিয়ে ঘরের মাঠে নাগাড়ে ১৬তম বিশ ওভারের সিরিজ় জিতে নিয়েছে ভারত। রাজধানীতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs BAN 2nd T20) ২২২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের ইনিংস ১৩৫ রানেই শেষ হয়ে যায়। ৮৬ রানে জয় পায় ভারত। ব্যাট হাতে যেখানে নীতীশ কুমার রেড্ডি ও রিঙ্কু সিংহ হাফসেঞ্চুরি হাঁকিয়ে নজর কাড়েন, সেখানে বল হাতে কিন্তু সাফল্য আসে টিম এফোর্টে।


ভারতীয় দল নিজেদের বোলিং ইনিংসে সাত সাতটি বোলারকে ব্যবহার করে। সকলেই অন্তত একটি করে উইকেট নেন। সাফল্য পান রিয়ান পরাগও (Riyan Parag)। তিনি মেহেদি হাসান মিরাজকে আউট করেন। এই উইকেটের ঠিক আগে এক ঘটনাই কিন্তু নেটিজেনদের বেশ নজর কেড়েছে। ঘটনাটি ঘটে বাংলাদেশ ইনিংসের ১১তম ওভারে। ১১তম ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লা এক রান নিয়ে অপরপ্রান্তে যান। স্ট্রাইকে আসেন মিরাজ। তখনই স্টাম্প মাইকে সঞ্জু স্যামসনকে (Sanju Samson) স্পষ্ট বাংলায় বোলার রিয়ান পরাগের উদ্দেশে বলে শোনা যায়, 'খুব ভাল!' 


ঘটনাটি তখন ধারাভাষ্য দেওয়া সুনীল গাওস্করের খেয়াল করেন। এর আগেই বরুণ চক্রবর্তীর বোলিং করার সময় উইকেটের পিছন থেকে স্য়ামসনকে তামিল ভাষায় কথা বলতে শোনা যায়। সেক্ষেত্রে বিষয়টি অভিনব মুকুন্দ ও মুরলি কার্তিক শোনেন। একাধিক ভাষায় সচল স্যামসনেই মজেছেন নেটিজেনরা।


প্রসঙ্গত, উইকেটের পিছনে স্যামসনের কর্মকাণ্ড বেশ আলোচনা সৃষ্টি করলেও, বাংলাদেশির ক্রিকেটাররা নজর কাড়কে পুরোপুরিভাবে ব্যর্থ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বলের নিরিখে জয়ের রেকর্ড গড়েছিল ভারত। রাজধানীতে বাংলাদেশের বিরুদ্ধে ফের একবার ইতিহাস গড়ল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। 


নয়াদিল্লিতে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটের বিনিময়ে ২২১ রান তোলে ভারত। জবাবে বাংলাদেশ ১৩৫ রানের বেশি তুলতে পারেনি। ৮৬ রানের ব্যবধানে জয় পেয়েছে ভারত। রানের নিরিখে এটি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সবথেকে বড় জয়। এই বছরই বাংলাদেশকে বিশের বিশ্বকাপে ৫০ রানের ব্যবধানে পরাজিত করেছিল টিম ইন্ডিয়া। তার কয়েক মাসের মধ্যেই ফের একবার ভেঙে গেল সেই রেকর্ড। ব্যাটে ৭৪ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন নীতীশ কুমার রেড্ডি। 





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।





আরও পড়ুন: ব্যক্তিগত ক্ষতি, রতন টাটার প্রয়াণে শোকজ্ঞাপন সৌরভের, শেষ সম্মান জানাতে ছুটলেন সচিন