নয়াদিল্লি: প্রয়াত শিল্পপতি রতন টাটা। বাণিজ্যে তো বটেই, তবে জীবনকালে তিনি মানুষের হৃদয়েও বিস্তৃত অংশজুড়ে জায়গা করে নিয়েছিলেন। শুধুই চাকুরিজীবী, বুদ্ধিজীবিই নন, সমাজের প্রায় সকল স্তরের মানুষের কাছেই তিনি পৌঁছে গিয়েছিলেন তার নিজগুণেই। হেনও কেউ নেই, যিনি তাঁর নাম শোনেননি। তবে যে অবস্থাতেই থাকুন না কেন, তাঁর হাসিমুখটাই দেখে এসেছে বরাবর সারা দেশ। এদিন রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   






এদিন প্রধানমন্ত্রী বলেন, 'রতন টাটা একজন দূরদৃষ্টি সম্পন্ন শিল্পপতি তথা একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি ভারতের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে স্থিতিশীল নেতৃত্ব দেন। তাঁর অবদান বোর্ডরুম ছাড়িয়ে গিয়েছে। মানবিকতা ও দয়ালু মনোভাব এবং আমাদের নাগরিক সমাজের উন্নয়নে তিনি সকলের কাছে প্রিয় হয়ে উঠেছিলেন।' পাশাপাশা রতন টাটার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কথায়, রতন টাটার মৃত্যু ভারতীয় ব্যবসায়িক জগৎ ও সামাজিক দিকে এক বড়সড় ক্ষতি। তাঁর পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন, এরা মেধাবী, এদেরকে হঠাৎ করে চে গেভারা বানিয়ে দিয়ে লাভ নেই : কৌশিক সেন






(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।