কলকাতা: দশ বছরের খরা মিটিয়ে আইপিএল ট্রফি (IPL Trophy) জিতেছে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তৃতীয় আইপিএল জয়ের উৎসব অবশ্য জমকালোভাবে করতে পারেনি নাইট শিবির (Kolkata Knight Riders)। সেই সময় চলছিল লোকসভা নির্বাচন (Loksabha Poll)। যে কারণে আগের দুবারের মতো ট্রফি নিয়ে কলকাতায় সেলিব্রেশনের পরিকল্পনা বাতিল করতে হয়েছিল শাহরুখ খান-জুহি চাওলার দলকে। যে এক্সক্লুসিভ খবর জানিয়েছিল এবিপি আনন্দ (এবিপি লাইভ বাংলা)।
তবে দুর্গাপুজোর (Durga Puja) সময় অভিনব সেলিব্রেশন করল কেকেআর। ট্রফি হাজির করাল একেবারে মা দুর্গার সামনে। মহিষাসুরমর্দিনীকে অর্পণ করল আইপিএল ট্রফি।
বুধবার মহাষষ্ঠী। পঞ্জিকা মতে এদিন সন্ধ্যাতেই সপ্তমী পড়ে গিয়েছে। কলকাতার ছবিটা দুরকম। একদিকে চলছে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা। অন্যদিকে চলছে আর জি কর কাণ্ডের প্রতিবাদ। বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি। জুনিয়র চিকিৎসকদের অনশন আন্দোলন।
সেই আবহেই আইপিএল ট্রফি কলকাতায় হাজির করাল শাহরুখ-জুহির দল। শহরের চারটি নামী পুজোয় ঘোরানো হল ট্রফি। চোরবাগান, ৩৩ পল্লি, চেতলা অগ্রণী ও সুরুচি সংঘ - চার পুজো মণ্ডপে প্রদর্শিত হল আইপিএল ট্রফি। দেবী দুর্গার সামনে নৈবেদ্যর মতো করে সাজিয়ে রাখা হল সোনালি ট্রফি। ঢাক বাজিয়ে, কেকেআরের বেগুনি পতাকা উড়িয়ে চলল উদযাপন।
আরও পড়ুন: নীতীশ-রিঙ্কু-হার্দিকের ব্যাটের ঝড়ে পয়মন্ত মাঠই না বাংলাদেশের কাছে অভিশপ্ত হয়ে ওঠে!
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের রং থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারলেন না নাইটরা। পুজোয় আইপিএল ট্রফি নিয়ে উৎসব কেকেআরের। নাইটরা আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর শাহরুখ খান ট্রফি নিয়ে ইডেন প্রদক্ষিণ করছেন, এই ছবি দেখা থেকে বঞ্চিত হয়েছে কলকাতা। তবে পুজোর শহরে নাইটদের ট্রফি দেখার সুযোগ হয়ে গেল ক্রিকেটপ্রেমীদের।
আরও পড়ুন: অস্থির সময়ে লন্ডনে নাচের মঞ্চ থেকে সমাজ শোধনের ডাক সৌরভ ঘরনি ডোনার
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।