মুম্বই: জাহাঙ্গির রতনজি দাদাভাই টাটা অর্থাৎ জেআরডি টাটা-র ১১৬তম জন্মদিনে তাঁকে স্মরণ করলেন টাটা শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান এমিরেটাস রতন টাটা। এ ব্যাপারে একটি ইনস্টাগ্রাম পোস্ট দিয়েছেন তিনি।
পারিবারিক ব্যবসায় শিক্ষানবীশ হিসেবে যোগ দেন জেআরডি টাটা। আর মাত্র ৩৪ বছর বয়সেই তিনি টাটা অ্যান্ড সনস-এর চেয়ারম্যানের দায়িত্ব পান। তিনি সংস্থাকে বহুমুখী করেন। সেইসঙ্গে ভারতে টাটাগোষ্ঠী বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।
তিনি একটি বিমান পরিষেবা সংস্থাও গড়ে তোলেন যার নাম ছিল টাটা এয়ারলাইন্স। পরে সেই সংস্থাই হয়ে দাঁড়ায় এয়ার ইন্ডিয়া। ব্যবসায় দক্ষতার পাশাপাশি তাঁর মানবিক দিকটিও সকলের নজর কাড়ে।
১৯৯২ সালে তাঁকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রদান করা হয়। জেআরডি টাটার জন্মদিনে তাঁকে স্মরণ করতে গিয়ে পুরনো সময়ে ফিরে গিয়ে অনেকখানি আবেগপ্রবণ এক পোস্ট দিয়েছেন রতন টাটা।
দুটি পুরনো ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছেন, জেআরডি-র ১১৬তম জন্মবার্ষিকীতে দাঁড়িয়ে খুব নস্টালজিক লাগছে। আমি আর জেআরডি দুজনেরই বিমানের ব্যাপারে সমান উৎসাহী ছিলাম।
এই ফটোগুলো দেখে মনে পড়ে যাচ্ছে যখন আমি "বি১-বি" বোমারু বিমান দেখে আসার ব্যবস্থা করেছিলাম ওঁর জন্য। এটা নিয়ে আমি ওঁর চোখে আনন্দের ঝিলিক দেখেছিলাম।
রতন টাটার পোস্টে চার লক্ষের উপর লাইক পড়েছে। সংখ্যাটা আরও বাড়ছে। বহু বড় বড় শিল্পপতিকে কমেন্ট করতে দেখা গিয়েছে। ইমোজি দিয়েছেন অনেকে। কেউ লিখেছেন, উনি মস্ত অনুপ্রেরণা। কেউ বলেছেন, উনি লেজেন্ড। কারও কমেন্ট, ভারি সুন্দর এক মানুষ ছিলেন উনি, প্রকৃত ভদ্রলোক।