কলকাতা : দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প ফের নতুন করে শুরু করার অনুষ্ঠানে রেশন ডিলারদের জন্য একগুচ্ছ সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের বাসিন্দাদের বাড়ি বাড়ি রেশন পৌঁছে দিতে ২১০০০ গাড়ি লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যারপরই ডিলারদের ব্যক্তিগত গাড়ি ব্যবহারে উৎসাহ দিতে মুখ্যমন্ত্রী বলেন, নিজের গাড়িতে রেশন পৌঁছে দিলে ডিলারকে ১ লক্ষ টাকা দেবে রাজ্য। অর্থাৎ দুয়ারে রেশনের ডিলারশিপ নিয়ে নিজের গাড়ি ব্যবহার করলে ১ লাখ টাকা করে দেবে রাজ্য সরকার।
পাশাপাশি দুয়ারে রেশনের জন্য ডিলারশিপ নিতে উৎসাহিত করার জন্য ৫ লক্ষ থেকে কমিয়ে ডিলারশিপ মূল্য ১ লক্ষ করে দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি যা কমিয়ে ৫০ হাজার করারও প্রস্তাব দেন তিনি। পাশাপাশি দুয়ার রেশনের জন্য ডিলারদের কুইন্টাল প্রতি কমিশন বৃদ্ধি করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
দুয়ারে রেশনের জন্য ডিলারশিপ নিতে উৎসাহিত করার পাশাপাশি তাদেরকে লোক নিয়োগের ছাড়পত্রও দিল রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন, প্রত্যেক রেশন দোকানে ডিলাররা দু'জন করে লোক নিয়োগ করা যাবে। সেই ভিত্তিতেই তাঁর প্রত্যাশা, 'রাজ্যের সব রেশন দোকানে প্রায় ৪২ হাজার চাকরি হবে।'
আরও পড়ুন- লোক নেওয়া হবে রেশন দোকানে, অর্ধেক মাইনে দেবে রাজ্য
পাশাপাশি ডিলারদের লোক নিতে উৎসাহিত করতে দোকানের কর্মচারীদের মাইনের অর্ধেক দেবে রাজ্য সরকার, বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, রেশন দোকানের কর্মচারীদের মাসে ১০ হাজার টাকা করে মাইনে দেওয়া হবে।
এদিকে, ভোগান্তি এড়াতে মানুষকে আগে থেকে জানিয়ে দুয়ারে রেশন পরিষেবা দেওয়ার আহ্বানও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এসএমএসের মাধ্যমে মানুষকে জানিয়ে রেশন দেওয়ার কথাও জানান তিনি। রাজ্য সরকার সরাসরি কৃষকদের থেকে ধান কেনে বলেও জানান তিনি। কৃষকদের জন্য ফসল বিক্রির মিনিমাম প্রাইস ১৯৪০ টাকা করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।