নয়াদিল্লি: কোভিড -১৯ পজিটিভ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে গত শনিবারের বৈঠকে হাজির থাকায় আগাম সতর্কতা হিসাবে নিজে থেকে আইসোলেশনে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তিনি ট্যুইট করে একথা জানিয়েছেন। তবে তিনি সুস্থি আছেন, এও জানিয়েছেন। রবিশঙ্কর লিখেছেন, বন্ধুরা, আমি একেবারে চমত্কার, সুস্থ। প্রটোকল, চলতি নিয়মাবলী মেনে আমি কয়েকটা দিনের জন্য নিজেকে গৃহবন্দি করে রাখছি। কেননা শনিবার বিকালে এক সরকারি বৈঠকে অমিত শাহজির সঙ্গে দেখা হয়েছে আমার। বাড়ি থেকেই কাজ করছি, যোগ, ব্যায়াম সমেত দৈনন্দিন রোজনামচা মেনেই সব করছি। বইপত্র পড়ছি, শাস্ত্রীয় সঙ্গীতও শুনছি।



রবিবার অর্থাত গতকাল অমিত শাহ জানান, তিনি করোনাভাইরাস পজিটিভ হয়েছেন, ডাক্তারদের পরামর্শমতো হাসপাতালে ভর্তি হচ্ছেন। গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে চিকিত্সা চলছে তাঁর। নিজের কোভিড-১৯ সংক্রমণের কথা জানানোর পাশাপাশি তিনি গত কয়েকদিনে তাঁর সঙ্গে যাঁদের যাঁদের দেখা হয়েছে,তাঁদের সবাইকেই করোনাভাইরাস পরীক্ষা করিয়ে আইসোলেশনে থাকার আবেদন করেছেন। প্রসঙ্গত, গত শনিবারের বৈঠকে ছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রটোকল অনুসারে তাঁরও আইসোলেশনে থাকা উচিত বলে দাবি করেছে কংগ্রেস।
অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বলে সেলফ আইসোলেশনে রয়েছেন আরেক কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়ও। বাবুল জানিয়েছেন, ডাক্তাররা তাঁকে আগামী কয়েকটা দিন পরিবারের লোকজন থেকেও দূরে থাকার পরামশ দিয়েছেন। তিনি শীঘ্রই করোনাভাইরাস পরীক্ষা করাবেন বলেও জানিয়েছেন বাবুল।