নয়াদিল্লি: স্টেট ব্যাঙ্ককে (SBI) ১কোটি টাকা জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া(RBI)। নিয়ন্ত্রক সংস্থা বা আরবিআই-এর নিয়ম না মানায় সোমবার এই জরিমানা করা হয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ককে। বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে RBI।


২০১৬ সালের নির্দেশিকা না মানায় এসবিআইকে এই এক কোটি টাকা জরিমানা করেছে রিজার্ভ ব‍্যাঙ্ক।তবে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, জরিমানার এই পদক্ষেপ শুধুমাত্র নির্দেশিকা বিধি লঙ্ঘনের জন‍্য, ব‍্যাঙ্ক তার গ্রাহকদের সঙ্গে যে লেনদেন করে থাকে তার বৈধতা বা চুক্তির জন‍্য নয়। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেটরি অ্যাক্ট-এর ক্ষমতাবলে এই জরিমানা ধার্য করেছে আরবিআই।


কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চটজলদি এই সিদ্ধান্ত নেয়নি রিজার্ভ ব্যাঙ্ক। এই বিষয়ে প্রথমে স্টেট ব্যাঙ্কের কাছে নোটিস পাঠানো হয়। সেই নোটিসের  ভিত্তিতেই নিয়ম না মানার কারণে জানতে চায় নিয়ন্ত্রক সংস্থা। পরবর্তীকালে ব্যাঙ্ক কর্তৃপক্ষের লিখিত ও মৌখিক জবাবের ভিত্তিতেই জরিমানার সিদ্ধান্তে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  


তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একা নয়। দেশের ফিন্যান্সিয়াল রেগুলেটরি অথরিটির নিয়ম না মানায় সম্প্রতি বেশকিছু ব্যাঙ্ককে জরিমানা করে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এর মধ্য়ে নাম রয়েছে RBL Bank-এর। কিছুদিন আগেই এই আর্থিক প্রতিষ্ঠানকে ২ কোটি টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। যদিও আরবিআই-এর তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কের গ্রাহকদের লেনদেনের ওপর এর কোনও প্রভাব পড়বে না।তাঁরা এই নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন।


রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের জমা অর্থের ওপর সুদের (Interest Rate on Deposits) Directions, 2016 আইনের 28 (h)  ধারা না মানার কারণে ব্যাঙ্কের ওপর এই জরিমানা ধার্য করা হয়েছে। RBI আরও জানিয়েছে, Banking Regulation Act, 1949-এর নিয়ম মানেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। শুধু তাই নয়। কেন্দ্রীয় ব্যাঙ্ক আরও জানিয়েছে, বলা সত্ত্বেও আইনের ধারা 10 A (2) (b) এর বিধান মানেনি RBL Bank। নিয়ম অগ্রাহ্য করে কাজ চালিয়ে গেছে তারা। সেই কারণেই জরিমানার পথে হাঁটতে হয়েছে রিজার্ভ ব্যাঙ্ককে।


আরও পড়ুন : SBI Update : প্রতারকদের হাতে ডেবিট কার্ড ! দ্রুত ব্লক করতে মেনে চলুন এই নিয়ম


আরও পড়ুন : SBI customer Alert ! শূন্য হতে পারে অ্যাকাউন্ট, আপনার ফোনে এই ৪ অ্যাপ নেই তো ?