নয়াদিল্লি: নোট বাতিলের গুজব উড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। মার্চ মাসে বাতিল হয়ে যাচ্ছে ৫ টাকা, ১০ টাকা এবং ১০০ টাকার নোট। কয়েক দিন আগে এই গুজব ছড়িয়ে পড়ে সংবাদমাধ্যমে। কিন্তু এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে আরবিআই।


ট্যুইটারে বিবৃতি দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বলে ৫ টাকা, ১০ টাকা, ১০০ টাকা বাতিল হওয়া নিয়ে যে খবর ছড়ানো হয়েছে, তা একেবারেই ভুয়ো এবং ভিত্তিহীন। তারা লিখেছে, একাংশের সংবাদমাধ্যমে প্রচার করা হয়েছে, বর্তমানে যে ৫, ১০, ১০০ টাকার নোট আছে তা বাতিল করা হবে। এই খবর একেবারেই ভুল। প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, নোট বাতিলের কোনও পরিকল্পনা নেই।



বর্তমানে বাজারে যে ১০০ টাকার নোট আছে ২০১৯ সালে তা বাজারে আনে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। এই নোটে আছে গুজরাতের সরস্বতী নদীর ছবি। ২০১৬ সালে ৮ নভেম্বর নোটবাতিলের পর  ২০০ টাকা ও ২০০০ টাকার নোটও বাজারে আনে আরবিআই।


উল্লেখ্য, ২০১৬ সালে ৮ নভেম্বর ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোট বাতিল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকার জানায়, এইভাবে কালো টাকা ফেরানো হবে। যদিও তাতে কতটা লাভ হয়েছে তা নিয়ে বিতর্ক অব্যাহত। তবে এই নোট বাতিলের জন্য চরম হয়রানির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। শুধু তাই নয়, নোট বাতিলের পর হিংসা বেড়েছে বলে জানিয়েছিল খোদ স্বরাষ্ট্র মন্ত্রক। নোট বাতিলের পর জম্মু ও কাশ্মীরে হিংসা বেড়েছে ৩৮ শতাংশ। নকশাল প্রভাবিত এলাকায় ৪৫ শতাংশেরও বেশি হামলার ঘটনা ঘটেছে।