কলকাতা: পহেলগাঁওকাণ্ডের বদলা। পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত। পাক অধিকৃত কাশ্মীরেও ধ্বংস করে দেওয়া হয়েছে জঙ্গিদের ঘাঁটি। পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে খুন, সিঁদুর মুছে দেওয়ার জবাব দিতে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানকে মোক্ষম জবাব দিতে সেনা অপারেশনের নামকরণ করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। 

মাত্র ২৫ মিনিটের অপারেশন। পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি দুরমুশ করল ভারত। বেছে বেছে হিন্দু নিধনের প্রত্যাঘাত ‘অপারেশন সিঁদুর’। এই কোড নেম ঠিক করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! তার কারণ, ২২ তারিখ মহিলারা জানিয়েছিলেন, মাথায় সিঁদুর দেখেই গুলি চালিয়েছিল জঙ্গিরা। নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীর বলা সেই কথাগুলো এখনও দেশের মানুষ ভুলতে পারেননি। সোহিনী কাঁদতে কাঁদতে বলেছিলেন, 'বলছিল, যারা যারা মুসলিম তারা সরে যান। কলমা পড়ুুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে...মেরে দিল।'

শোকাহতদের মধ্য়ে ছিলেন সদ্য বিবাহিতরাও। হাতের মেহেন্দির রং উঠে যাওয়ার আগেই তাঁদের সিঁদুর মুছে গেছিল। হিন্দু মহিলাদের বিবাহিত জীবনের চিহ্ন এই সিঁদুর। যার সঙ্গে জড়িয়ে থাকে স্বামীর প্রতি ভালবাসা। জঙ্গিদের গুলিতে স্বামীর মৃত্যুতে মুছে গেছে সেই সিঁদুর। নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের মৃতদেহের পাশে নতমুখে বসে আছেন তাঁর সদ্য বিবাহিতা স্ত্রী হিমাংশি নারওয়াল। এই ছবিই নারকীয় হত্যাকাণ্ডের প্রতীক হয়ে উঠেছিল। আর তাই জঙ্গিদের নিকেশ করতেও অপারেশনের কোড নেম দেওয়া হল, অপারেশন সিঁদুর।

কাশ্মীরে নিহত বিনয় নরওয়ালের স্ত্রী হিমাংশী নরওয়াল এদিন বলেছেন, 'নামটা ('অপারেশন সিঁদুর') একদম সঠিক। কারণ, এই ঘটনায় অনেক মহিলা, অনেক বোন, অনেক মা তাঁদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হারিয়েছেন।' ভারতীয় সেনার তরফে অপারেশন সিঁদুরের যে ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে ইংরেজি হরফে লেখা, ‘OPERATION SINDOOR’। সিঁদুর শব্দে দুটি O, একটি O-এর মধ্যে সিঁদুর কৌটো। আর দ্বিতীয় O-র বাইরে ছড়িয়ে আছে সিঁদুর। নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী, উত্তরপ্রদেশের ঐশ্বন্যা দ্বিবেদী বলছেন, 'এরা (জঙ্গিরা) যে জিনিসটা (সিঁদুর) আমার শেষ করে দিয়েছে, আজ সেই নামে ('অপারেশন সিঁদুর') এতবড় অপারেশন আমাদের সরকার তাদের বিরুদ্ধে চালিয়েছে।'

নিহত মণীশ রঞ্জন মিশ্রার ভাই রাহুল রঞ্জন মিশ্র বলছেন, '(ওরা (জঙ্গি) তো খুঁজে খুঁজে টার্গেট করে পুরুষদের খুন করেছে। স্ত্রীর মাথার সিঁদুর মুছে দিয়েছে। এরকম ঘটনা যেন আর না হয়, কারও মাথার সিঁদুর যেন মুছে না যায়।)' 'অপারেশন সিঁদুর'...এই কোড নেমের মধ্য়েও জঙ্গিদের যোগ্য় জবাব দেওয়াই দেখছেন প্রাক্তন সেনা কর্তারা। জঙ্গিরা পুরুষদের মেরে, নারীদের ছেড়ে দিয়ে বলেছিল, তারা কী করেছে গোটা দুনিয়াকে জানাতে, আর ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের মেরে কার্যত বলল, এবার জঙ্গিরা গোটা দুনিয়াকে বলুক, ভারতীয় সেনা কী করেছে।