নয়াদিল্লি : একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে চিকিৎসক উমর নবিকে নিয়ে। লালকেল্লায় যে গাড়ি থেকে বিস্ফোরণ হয়েছিল, সেই গাড়িতে চালকের আসনে এই উমরই ছিল বলে এখনও পর্যন্ত তদন্তে মনে করা হচ্ছে। বিস্ফোরণে নিহতের সংখ্যা ১২ এবং জখম অনেকে। ঘটনায় জোরদার তদন্ত চলছে। দ্রুত তদন্ত-প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই তদন্তেই উঠে আসছে, ঘটনার দিন উমর নবি গতি-প্রকৃতি। এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ওইদিন রামলীলা ময়দানের কাছে একটি মসজিদে গিয়েছিল উমর। দুপুর ৩.১৯ মিনিট নাগাদ সুনেহরি মসজিদে পার্কিংয়ে গাড়িটি পার্ক করে রেখেছিল অল-ফালহা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উমর। তার আগে রামলীলা ময়দানের কাছে আসাফ আলি রোডের একটি মসজিদে গিয়েছিল সে। সেখানে সে প্রায় ৩ ঘণ্টা ছিল এবং নমাজ পড়ে। এরপর লালকেল্লার উদ্দেশে রওনা দেয়। ফিদায়েঁ হামলা-সহ ঘটনায় সবদিক খতিয়ে দেখা হচ্ছে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর। এর পাশাপাশি তদন্তকারীরা এও খতিয়ে দেখছেন যে, লালকেল্লার উদ্দেশে রওনা হওয়ার আগে তিন ঘণ্টা ধরে পার্কিং লটে সে কী করছিল। ফরিদাবাদ মডিউলের যারা গ্রেফতার হয়েছে তাদের নিয়ে নতুন কী তথ্য সামনে আসছে তা খতিয়ে দেখে থাকতে পারে সে। অপর এক আধিকারিক বলছেন, আমরা এই দিকটাও খতিয়ে দেখছি যে সিঙ্গল ফোন ব্যবহার করে অন্য হ্যান্ডলারদের সঙ্গে সে যোগাযোগ করছিল কি না। ফরেন্সিক বিশেষজ্ঞরা সম্ভাব্য সিগন্যাল ডিভাইসের টুকরো শনাক্ত করার জন্য এক্সিবিট বিশ্লেষণ করছেন যা হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ রাখতে ব্যবহৃত হতে পারে।

Continues below advertisement

পুলিশ সূত্র আরও জানিয়েছে যে, বিস্ফোরণের আগে উমরের গতিবিধি পুনর্গঠনের জন্য এজেন্সিগুলি মসজিদ এলাকা এবং আশপাশের রাস্তাগুলির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে, যাতে হামলার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না তা নিশ্চিত করা যায়। এদিকে, দিল্লি পুলিশ বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে একটি লাল ফোর্ড ইকোস্পোর্ট গাড়ির খোঁজে রাজধানীর সমস্ত থানা, পোস্ট এবং সীমান্ত চেকপয়েন্টে সতর্কতা জারি করেছে। পুলিশ সূত্র জানিয়েছে, তদন্তে জানা গেছে যে বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই২০-এর সঙ্গে ইতিমধ্যেই যুক্ত অন্যান্য সন্দেহভাজনদের কাছে আরেকটি লাল গাড়িও ছিল, তার পরেই এই সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল যে, বিস্ফোরণের সময় গাড়িতে তিনজন ছিল। তবে, এখন এটা স্পষ্ট যে জঙ্গি মডিউলটি ভেঙে ফেলার পর পলাতক নবিই কেবল বিস্ফোরণের সময় i20 গাড়িটি চালাচ্ছিল, এমনই উল্লেখ করছেন কর্মকর্তারা। 

Continues below advertisement