সন্দীপ সরকার, কলকাতা: এক দিকে টেস্টে বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। অন্যদিকে, খোঁচা খাওয়া বাঘ ভারত। যারা টেস্টে ঘরের মাঠে নিউজ়িল্যান্ডের কাছে হোয়াইটওয়াশের জ্বালা এখনও ভুলতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ়কে টেস্ট সিরিজে ২-০ হারিয়েছে। কিন্তু সেই সাফল্য যে অধুনা ক্রিকেটবিশ্বে ঠিক কুলীনের পর্যায়ে পড়ে না, গৌতম গম্ভীর-শুভমন গিলদের কাছে তা জলবৎ তরলং।

Continues below advertisement

তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজেদের নতুন করে প্রমাণ করতে মরিয়া টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের হারানো মানে যে কিউয়িদের বিরুদ্ধে লজ্জার পরাজয়ের ক্ষতে কিছুটা প্রলেপ পড়বে, ভালই জানেন গুরু গম্ভীর। তাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একাদশে চমকের পরিকল্পনা সেরে ফেলেছেন তিনি।

সব কিছু ঠিকঠাক চললে ইডেনে একসঙ্গে খেলানো হতে পারে ঋষভ পন্থ ও ধ্রুব জুড়েলকে। এর আগে যাঁরা কোনওদিন ভারতের মাটিতে একসঙ্গে টেস্ট খেলেননি। একবারই ভারতের টেস্ট দলের একাদশে দেখা গিয়েছে পন্থ ও জুড়েলকে। সেটা ছিল পারথে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট। ইডেনে সেই সঙ্গে তিন স্পিনার হিসাবে খেলানো হতে পারে তিন অলরাউন্ডারকে। সঙ্গী হিসাবে থাকছেন যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ - দুই জোরে বোলার। কপাল পুড়তে পারে কুলদীপ যাদবের। পারফর্ম করেও তিনি প্রথম একাদশের বাইরে বসতে পারেন।

Continues below advertisement

ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে ইঙ্গিত দিয়ে গিয়েছেন যে, জুড়েলের যা ফর্ম, তাতে তাঁকে বাদ দেওয়া কঠিন। চোট সারিয়ে ফেরা পন্থ ও জুড়েলকে একসঙ্গে দেখা যেতে পারে একাদশে। দুশখাতে বলেছেন, 'কম্বিনেশন কী হবে সেটা নিয়ে আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। গত ৬ মাসে ধ্রুব যেরকম খেলেছে, গত সপ্তাহে বেঙ্গালুরুতে দুশো করেছে, ওর খেলা নিশ্চিত। যদি ধ্রুব ও ঋষভকে এই টেস্টে একসঙ্গে খেলতে না দেখি তবে বেশ অবাক হব।'

ইডেনে ঘূর্ণি পিচের বন্দোবস্ত করা হয়েছে। উইকেট দূর থেকে দেখলেও শুকনো লাগছে। সবুজ ঘাসের লেশমাত্র নেই। যেটুকু আছে, উইকেটের মাটির বাঁধন ধরে রাখার জন্য। প্রথম দিন থেকেও বল ঘুরতে পারে, অনুমান করছেন কেউ কেউ। 

ভারত এই পিচে তিন স্পিনারে নামতে পারে। তবে কুলদীপ নয়, বেছে নেওয়া হতে পারে এমন তিনজনকে, যাঁরা মূলত স্পিনার অলরাউন্ডার। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও করতে পারেন। কারা তাঁরা? রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর। দুশখাতে বলেছেন, 'ওয়াশি, অক্ষর ও জাড্ডুকে খেলানো মানে তিনজন ব্যাটারকেও খেলানো। ওরা থাকলে আমাদের নমনীয়তা বাড়ে।' ওওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ টেস্টে যে একাদশ খেলানো হয়েছিল, সেই দল থেকে দুটি পরিবর্তন হতে পারে। নীতীশ কুমার রেড্ডির পরিবর্তে পন্থ ঢুকতে পারেন। কুলদীপের পরিবর্তে খেলানো হতে পারে অক্ষর পটেলকে।

যদিও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে শেষ টেস্টে আট উইকেট নেওয়া কুলদীপকে কীভাবে বাদ দেওয়া সম্ভব, প্রশ্ন উঠছে। শেষ মুহূর্তে আর কোনও চমক থাকবে না তো?

ভারতের সম্ভাব্য একাদশ

কে এল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, শুভমন গিল (অধিনায়ক),ঋষভ পন্থ (উইকেটকিপার), ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাডেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর পটেল, মহম্মদ সিরাজ ও যশপ্রীত বুমরা।