দিল্লি : দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে জোরাল বিস্ফোরণের পর কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে সংশ্লিষ্ট এলাকা। বিস্ফোরণে অন্ততপক্ষে ৮ জনের মৃত্যু এবং আরও অনেক আহত হয়েছেন বলে খবর সামনে আসছে। বিস্ফোরণের সময়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শুনিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এক দোকানদারের ভাষায়, "যখন বিস্ফোরণ হয়, তখন আমি দোকানে ছিলাম। পিছনেই আমার দোকান। আমি চেয়ারে বসেছিলাম। এত জোরে বিস্ফোরণ হল যে...জীবনে এরকম আওয়াজ শুনিনি। বিস্ফোরণের তীব্রতায় আমি তিনবার পড়ে যাই। উঠি, আবার পড়ি, উঠি...আবার পড়ি। মনে হচ্ছিল, পৃথিবী দু'টুকরো হয়ে যাবে। এত তীব্র আওয়াজ হয়। আমি দোকান ছেড়ে পালাই। আমার সঙ্গে অনেক পরিবার দৌড়াতে শুরু করে। সেই সময় মনে হচ্ছিল, আবার একবার বিস্ফোরণ হলে মরে যাব।" এরকম একটা পরিস্থিতিতে পরপর বিস্ফোরণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই দিল্লিজুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। প্রচুর সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। শুধু দিল্লিই নয়, মুম্বই পুলিশকেও হাই অ্যালার্টে রাখা হয়েছে। প্রত্যেক থানাকে টহলদারি বাড়াতে বলা হচ্ছে। নাকাবন্দি চলবে। এর পাশাপাশি সন্দেহভাজন কাউকে দেখলেই চেক করতে বলা হয়েছে। যদিও এই বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে, সন্দেহ আরও মাথাচাড়া দেওয়ার কারণ, কিছু ঘণ্টা আগেই পুলিশ নিষিদ্ধ সংগঠনের জঙ্গি মডিউলের হদিশ পেয়েছে। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির ২৯০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট ও রাসায়নিক।