কলকাতা: গুরুতর অসুস্থ বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র  (Dharmendra)। শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, তবে রবিবার রাত থেকে তাঁর শরীরের অবনতি হয়। আজ তাঁর শারীরিক পরিস্থিতি দেখে, তাঁকে ভেন্টিলেশনে নিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় হাসপাতালের তরফ থেকে। যদিও এখনও পর্যন্ত হাসপাতালের তরফ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে জানা যাচ্ছে, ভেন্টিলেশনে থাকলেও, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। তাঁর বয়স অনেকটা বেশি হওয়ার কারণেই তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিনেতার অসুস্থতার খবর পেয়ে, ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন, তাঁর স্ত্রী হেমা মালিনী (Hema Malini)। 

Continues below advertisement

ধর্মেন্দ্র অসুস্থ থাকাকালীনই শহরের বাইরে গিয়েছিলেন হেমা। সেই সময়ে পাপারাৎজিরা তাঁর কাছে জানতে চায়, কেমন আছেন ধর্মেন্দ্র? সেই সময়ে হেমা মালিনী হাত নেড়ে জানান যে, ধর্মেন্দ্র স্থিতিশীল রয়েছেন। সেই কারণেই তিনি শহরের বাইরে যাচ্ছেন। তবে এদিন ধর্মেন্দ্রর অবস্থার অবনতি হওয়ায় তিনি ছুটে যান হাসপাতালে। সেখানে ধর্মেন্দ্রর পরিবারের অন্যরাও রয়েছেন। আপাতত বর্ষীয়ান অভিনেতাকে চিকিৎসকদের কড়া নজরে রাখা হয়েছে। তবে চিকিৎসকেরা আশাবাদী যে ধর্মেন্দ্র খুব তাড়াতাড়িই এই সংকট কাটিয়ে উঠবেন। 

শোনা যায়, এর আগে, নিজেই হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ধর্মেন্দ্র। বারে বারে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। সেই কারণেই বর্ষীয়ান অভিনেতা জানিয়েছিলেন, রোজ রোজ হাসপাতালে যাওয়ার চেয়ে, একেবারে হাসপাতালে ভর্তি হয়ে কিছু পরীক্ষা করিয়ে নেওয়া ভাল। সেই কারণেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চলছিল সেই মতো চিকিৎসাও। কিন্তু রবিবার রাতে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। সেই কারণে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

Continues below advertisement

১৯৬০ সালে, 'দিল ভি তেরা হাম ভি তেরে' (Dil Bhi Tera Hum Bhi Tere) ছবির হাত ধরে রুপোলি পর্দায় পা রেখেছিলেন ধর্মেন্দ্র। এরপরে, 'আনপড়' (Anpadh), বন্দিনী (Bandini), অনুপমা (Anupama) ও 'আয়া সাওন ঝুম কে' (Aaya Sawan Jhoom Ke) সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। 'শোলে' (Sholay) সিনেমার হাত ধরে যেন নতুন করে পরিচিতি পান ধর্মেন্দ্র। এরপরে, 'ধর্ম-বীর' (Dharam Veer), 'চুপকে চুপকে' (Chupke Chupke), 'মেরা গাঁও মেরা দেশ' (Mera Gaon Mera Desh) আর ড্রিম গার্ল (Dream Girl) ছবিগুলির পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি ধর্মেন্দ্রকে। বর্তমানে তাঁকে বলিউডের অন্যতম আইকন হিসেবে অভিহিত করা হয়।