কলকাতা: করোনা আবহে কমল মেট্রোর সংখ্যা। দমদম থেকে নিউ গড়িয়া পর্যন্ত প্রতিদিন ২৩৮টা মেট্রো চলাচল করে। মেট্রো রেল সূত্রে খবর, এই পরিস্থিতিতে সোম থেকে শুক্র চলবে ২১৬টা মেট্রো। আজ থেকেই শুরু হল এই নিয়ম। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত দৈনিক ১৬১টা মেট্রো চলাচল করে। তার পরিবর্তে আজ থেকে ওই রুটে চলবে ১৪৯টা মেট্রো।


প্রান্তিক স্টেশন থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৭টা ২০ মিনিটে। তার পরিবর্তে আজ থেকে সকাল সাড়ে ৭টায় ছাড়ে  প্রথম মেট্রো। শেষ মেট্রোর সময়সূচিও ১০ মিনিট এগিয়ে আনা হয়েছে। এর ফলে দক্ষিণেশ্বর-নিউ গড়িয়া রুটে শেষ মেট্রো রাত ৮টা ৫৮-র পরিবর্তে ছাড়বে ৮টা ৪৮ মিনিটে। অন্যদিকে, নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে ৯টা ১০-এর পরিবর্তে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়। দমদম-নিউ গড়িয়া রুটেও শেষ মেট্রো রাত ৯টায় ছাড়বে। মেট্রো রেল সূত্রে খবর, রবিবারেও মেট্রোর সময়সূচিতে পরিবর্তন হচ্ছে।


গতকাল তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে করোনা মোকাবিলায় একগুচ্ছ পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি জানান, আজ, বৃহস্পতিবার থেকে সব লোকাল ট্রেন বাতিল। একইসঙ্গে মেট্রো সহ সব পরিবহন ৫০ শতাংশ চালানোর নির্দেশ দেন তিনি। ৫০ শতাংশ না হলেও করোনা আবহে এই সিদ্ধান্ত বলে ওয়াকিবহল মহলের মত।  


প্রতিদিন সকাল ৭টা ২০-তে দমদম স্টেশন থেকে ছাড়ে প্রথম মেট্রো। আজ প্রথম মেট্রো ছাড়ে সাড়ে ৭টায়। মিনিট দশেক দেরিতে ছাড়লেও ভিড় ছিল না। স্টেশন চত্বর সকালে প্রায় জনশূন্য। লোকাল ট্রেন বন্ধ থাকার প্রভাব পড়েছে মেট্রো চলাচলে। মেট্রো স্টেশন তাই অনেকটাই ফাঁকা।


করোনা পরিস্থিতিতে আজ থেকে বন্ধ লোকাল ট্রেনও। শিয়ালদা স্টেশনে এখনও পর্যন্ত দূরপাল্লার ট্রেন চলাচল স্বাভাবিক। অন্যদিকে, অফিস বা জরুরি জায়গায় পৌঁছতে অনেকেই কোনও স্টেশনে দূরপাল্লার ট্রেন থামলে তাতে উঠে পড়ছেন। শিয়ালদায় থার্মাল স্ক্রিনিংয়ের ছবি চোখে পড়েনি।


প্রতিদিন অফিস টাইমে ভিড় থাকলেও, আজকের ছবিটা আলাদা হাওড়া স্টেশনে। শুধুমাত্র রেল কর্মীদের জন্য স্পেশাল ট্রেন রয়েছে। হাওড়া স্টেশনের অধিকাংশ গেট বন্ধ। স্টেশন চত্বরে কড়া নিরাপত্তা। মাস্ক পরে, কোভিড বিধি মেনে স্টেশনে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।