নয়াদিল্লি: বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে করোনা আতঙ্ক। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে নানারকম জল্পনা কল্পনা। কীসে দাপট কমবে করোনা ভাইরাসের, তাই নিয়ে নানারকম চর্চা চলছেই।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তাপমাত্রা ও করোনার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা তত্ত্ব। নানারকম গবেষণাও চলছে এই নিয়ে। তাপমাত্রা বাড়লেই প্রভাব পড়ে এই ভাইরাসে, দাবি একদল গবেষকের। অন্য আরেকদল গবেষকের আবার দাবি, ক্রমাগত জিনগত পরিবর্তন ঘটিয়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই ভাইরাস। এ নিয়ে আশা-আশঙ্কার সুর চিকিত্সকদের গলায়।
শুক্রবার, কেন্দ্রীয় সরকারের তরফে পরিষ্কার জানানো হয়েছে, গরম বাড়লে করোনা ভাইরাস ক্ষমতা হারাবে, এমন তত্ত্বে সিলমোহর দেওয়া যাচ্ছে না। সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভাইরাসের চরিত্র এখনও অজানা। উচ্চ তাপমাত্রায় ভাইরাসের ক্ষমতা লোপ পাবে কিনা, তা এখনও বলা যাচ্ছে না। চিনে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, তাপমাত্রা ৮.৭২ ডিগ্রি সেলসিয়াস পার করার পর ভাইরাসের সংক্রমণ কমেছে।বিশেষজ্ঞদের অনেকে আবার দাবি করেছে, বেশি তাপমাত্রা বা আর্দ্রতা সহ্য করতে পারে না এই ভাইরাস।
হু যদিও এই তত্ত্বে সিলমোহর দেয়নি। জানিয়ে দিয়েছে, অযথা এমন আশা করার যুক্তি নেই।
অন্যদিকে হাভার্ড টি এইচ চ্যান স্কুলের একটি গবেষণা বলছে, চিনেই ঠান্ডা ও গরম দুরকম পরিবেশেই এই ভাইরাস ছড়িয়েছে। তাই এমন দাবি অবান্তর।
আবার, চিনেরই পেকিং ইউনিভার্সিটির স্কুল অফ লাইফ সায়েন্সেসের একদল গবেষক নোভেল করোনা ভাইরাস নিয়ে গবেষণা চালিয়েছেন। তাঁদের দাবি, গবেষণায় দেখা গিয়েছে, জিনগত পরিবর্তন ঘটিয়ে এই নোভেল করোনাভাইরাস আরও ভয়ঙ্কর হয়ে উঠছে।
এই পরিস্থিতিতে আপাতত সতর্কতা ছাড়া উপায় দেখছে না মানুষ।
তাপমাত্রা বাড়লে কি কমবে করোনার ক্ষমতা? নাকি হয়ে উঠবে আরও ভয়ঙ্কর? গবেষণায় কী ইঙ্গিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Mar 2020 10:12 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে তাপমাত্রা ও করোনার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা তত্ত্ব। নানারকম গবেষণাও চলছে এই নিয়ে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -