নয়াদিল্লি: কোভিড-১৯ ভ্যাকসিন যাতে দেশের প্রতিটা কোনায় পৌঁছয়, তা নিশ্চিত করবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বুধবার সংস্থার বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে নীতা অম্বানি বলেন, করোনা বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি বন্ধুরা। দেশজুড়ে বিশালাকার কোভিড-১৯ পরীক্ষার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যৌথ উদ্যোগে সামিল হওয়ার চেষ্টা চালাচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন। এর জন্য জিও-র ডিজিটাল পরিকাঠামোর সাহায্য নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমি আশ্বাস দিচ্ছি, যে মুহূর্তে করোনা ভ্যাকসিন প্রাপ্ত হবে, আমরা ডিজিটাল বণ্টন ও সাপ্লাই চেন-এর মাধ্যমে আমরা নিজে উদ্যোগ নিয়ে দেশের প্রতিটা কোনায় তা পৌঁছে দেব। দেশের সেবায় অবদান রাখাটা মুকেশ ও আমার-- দুজনকেই গভীর তৃপ্তি দেয়। কোভিড-১৯ এর বিরুদ্ধে দেশের এই লড়াইয়ে অবদান রাখতে পেরে রিলায়েন্স ফাউন্ডেশনের জন্য আমরা গর্বিত। আমরা সর্বদা চাই, আমাদের ভাই-বোনদের কষ্ট লাঘব করতে।