সোমবার ঘটেছে এই ঘটনা। গত মঙ্গলবারের আগের মঙ্গলবার করোনা ধরা পড়ে তাঁর। তারপর এক সপ্তাহ ধরে আইসোলেশনে আছেন ৬৫ বছরের প্রেসিডেন্ট। আর একা থাকতে গিয়ে হাঁফিয়ে উঠেছেন। একঘেয়েমি কাটাতে সোমবার সরকারি বাসভবনের লনে তিনি যান কয়েকটা বিশালাকৃতি রিয়া পাখিতে খাওয়াতে। সঙ্গে যায় গোটা দেশের সংবাদ মাধ্যম। আর তাতেই হিতে বিপরীত। কোয়ারান্টাইন-অভিজ্ঞতা আরও খারাপ করে হাজারটা ক্যামেরার সামনে একটা রিয়া সোজা কামড়ে দেয় তাঁর হাতে।
রিয়া নাম শুনে যতই হালকা পাতলা মনে হোক, পাখিটা মোটেই যে সে নয়। দক্ষিণ আমেরিকার সব থেকে বড় পাখি, ওড়ে টোড়ে না, তবে বেজায় শক্তিশালী। তার কামড়ে ব্যথায় জনসমক্ষেই হাত ঝাঁকাতে থাকেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
বলসোনারো সোমবারই জানিয়ে দেন, তিনি আরও একবার করোনা পরীক্ষা করাবেন, আর এভাবে একা একা থাকতে পারছেন না, একা থাকার অভিজ্ঞতা ভয়ঙ্কর। তাঁর দাবি, তিনি দিব্যি আছেন, জ্বরটর নেই, শ্বাসকষ্ট নেই। মুখে স্বাদও আছে। তাহলে এভাবে তাঁকে দিনের পর দিন সবার থেকে বিচ্ছিন্ন করে বন্দি রাখা হয়েছে কেন? প্রশ্ন ব্রাজিলীয় প্রেসিডেন্টের।