নয়া দিল্লি: গরমেই এবার বাজার গরম করতে আসছে রিয়ালেন্স। লক্ষ্য আইসক্রিম মার্কেট। এর আগে Campa-Cola সফট ড্রিঙ্কস বাজারে এনে শোরগোল ফেলে দিয়েছিল। এবার আইসক্রিমের বাজার ধরতে আসছে তাঁরা। ভারতে আইসক্রিমের বাজারে জনপ্রিয় নাম আমূল এবং মাদার ডেয়ারি। তাঁদের টক্কর দিতেই বড় পদক্ষেপ নিল মুকেশ-সংস্থা।                                                                                                                   


মুকেশ আম্বানির সংস্থার তরফে জানান হয়েছে, তাঁরা জানিয়েছেন রিলায়েন্স ব্র্যান্ডের নামেই এই আইসক্রিম আনতে চলেছে তাঁরা। গুজরাতেই হবে এর সূচনা, এমনটাই খবর।  তবে মোদি-শাহের রাজ্যের একটি প্রস্তুতকারকের সঙ্গে চুক্তি করেই এই ব্যবসা শুরু করবে তাঁরা। সূত্রের খবরের কথা উল্লেখ করে এই রিপোর্ট প্রকাশ করেছে বিজনেস স্ট্যান্ডার্ড।                                          


রিপোর্ট অনুসারে, রিলায়েন্স আমূল এবং মাদার ডেয়ারির মতো ডেয়ারি ব্র্যান্ডগুলির সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার পরিকল্পনা করছে। তাঁদের আগামী দিনের পরিকল্পনার অংশ হিসাবে। রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস লিমিটেডে সম্প্রতি যোগ দিয়েছেন আমূলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর রুপিন্দর সিং সোধি। সেই বিষয়টিকে মাথায় রেখেই এই পরিকল্পনা সাজিয়েছে রিয়ালেন্স। প্রসঙ্গত আরএস সোধি গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনে ৪১ বছর ধরে কাজ করেছেন। আমূলকে দেশে জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছেন তিনি।  


আরও পড়ুন, 'ভূত'কে বিয়ে করেছিলেন, সেই আত্মাই এখন জীবন নরক করেছে, দাবি মহিলার


আরএস সোধি এই বছরের জানুয়ারিতে GCMMF থেকে পদত্যাগ করেন এবং রিলায়েন্সে যোগ দেন। রিপোর্টে বলা হয়েছে সোধির অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আইসক্রিমের ব্যবসায় আমূল এবং মাদার ডেয়ারিকে টক্কর দিতে পারে রিলায়েন্স। আরএস সোধি ছাড়া, রিলায়েন্স রিলায়েন্স রিটেলের ডেইরি এবং হিমায়িত খাদ্য শাখার ব্যবসায়িক প্রধান হিসাবে সন্দীপন ঘোষকেও নিয়োগ করেছে। মিল্ক মন্ত্র এবং ল্যাকটালিস ইন্ডিয়ার সঙ্গে তার কাজের অভিজ্ঞতাও রয়েছে।