নয়া দিল্লি: প্রথম দেখাতেই ভালবেসে ফেলেছিলেন। এরপর আর বিয়ে করতে দেরি করেননি। কিন্তু সমস্যা বাঁধল এবার। কারণ, মহিলার স্বামী  মানুষ নন, অশরীরী। 'ভূত' স্বামীকে দেখেছিলেন হ্যালোইনে। এর পাঁচ মাস পর সেই 'ভূত' এডওয়ার্ডকেই বিয়ে করেছিলেন ৩৩ বছরের রকার ব্রোকার্ড। কিন্তু এখন স্বামীই তাঁর জীবন নরক করে তুলেছেন, এমনটাই দাবি করেছেন তিনি। 


প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ডেইলি মেল-এ। রকার জানিয়েছেন এখন তাঁর স্বামী তাঁকে ক্রন্দনরত শিশুর আওয়াজ করে ভয় দেখাতে দেখাতে তাড়া করেন। যদিও পরাজয় স্বীকার করতে রাজি নন তিনি। কিন্ত রকার বলেছেন, 'মনে হচ্ছে ভূতের সঙ্গে বিয়ে করে ঠিক করি। কাজ করছে না এই বিয়েটা।' 


এখন তো এমন পরিস্থিতি এই স্বামীকে ডিভোর্স দিতে পারলে বেঁচে যান রকার, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু তার 'ভূত' স্বামী কি রাজি এই বিচ্ছেদে? রকারের কথায়, তাঁর স্বামী মোটেও এই বিষয়টিকে ভালভাবে নিচ্ছেন না। অসন্তোষের একাধিক লক্ষণও না কি তিনি দেখিয়েছেন রকারকে। 


কিন্তু এই ঘটনাকে অনেকেই ভৌতিক আখ্যা দিয়েছেন। রকার জানিয়েছেন তিনি ভূতে বিশ্বাস করতেন না। কিন্তু হ্যালোইনের সময় হঠাৎই রকার তাঁর ঘরে আসে। এরপর একটি পরিত্যক্ত চ্যাপেলে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নেয় এবং ব্যারি আইল্যান্ডে হানিমুনও করেন তাঁরা। 






যদিও এই ঘটনার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।                


আরও পড়ুন, ব্রিটিশ হাইকমিশনার 'শোলে' লিখতে গিয়ে লিখলেন 'ছোলে', হাসির রোল ট্যুইটারে



ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা জরুরী যে ABPLive.com এমন কোনও ধরনের বিশ্বাস, তথ্যকে সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।