জামনগর : করোনা সংক্রমণ রোজই ভয়াবহ আকার ধারণ করছে। নিত্যুনতুন রেকর্ড গড়ছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রিলায়েন্স ফাউন্ডেশন। নতুন করে আরও সাহায্য নিয়ে এগিয়ে এল সংস্থা। সংস্থার তরফে করোনা চিকিৎসার জন্য জামনগরে ১০০০ বেডের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে জোগান থাকবে অক্সিজেনের। নাগরিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। এবং এই কোভিড কেয়ার ফেসিলিটি তৈরি এবং তা চালানোর জন্য যা খরচ হবে তার পুরোটাই বহন করবে রিলায়েন্স। 


এক সপ্তাহের মধ্যেই করোনা চিকিৎসার জন্য জামনগরে সরকারি ডেন্টাল কলেজ ও হাসপাতালে ৪০০ বেডের ব্যবস্থা করা হবে। দুসপ্তাহের মধ্যে জামনগরের অপর কোনও জায়গায় বাকি ৬০০ বেডের ব্যবস্থা করা হবে। এক প্রেস বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে সংস্থার তরফে।


এজন্য প্রয়োজনীয় লোকবল, চিকিৎসা সামগ্রী, যন্ত্রপাতি এবং ডিসপোজেবল জিনিসের জোগান দেবে রিলায়েন্স। এইসব সেন্টারে যাতে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স থাকে তারজন্য সহযোগিতা করবে রাজ্য সরকার। জামনগর, খাম্বালিয়া, দ্বারকা, পোরবন্দর সহ সৌরাষ্ট্রের অন্যান্য এলাকার মানুষকে এই হাসপাতাল স্বস্তি দেবে।


রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান নীতা এম আম্বানি বলেন, "করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে ভারত বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং ভারতবাসীকে আমরা যতটা পারি সাহায্য করব। এই মুহূর্তে সবথেকে প্রয়োজনীয় বিষয়- চিকিৎসা পরিষেবা। এই বিষয়টি মাথায় রেখে রিলায়েন্স ফাউন্ডেশন জামনগরে ১০০০ বেডের হাসপাতাল তৈরি করছে। যেখানে অক্সিজেন পরিষেবা পাওয়া যাবে। এবং পুরো প্রক্রিয়াটাই হবে বিনামূল্যে। প্রথম দফায় এক সপ্তাহের মধ্যে ৪০০ বেড তৈরি করে ফেলা হবে। পরের সপ্তাহে আরও ৬০০ বেডের ব্যবস্থা করা হবে। এই সঙ্কটের মুহূর্তে সাহায্য করার জন্য RF-এর এটি আও এক উদ্যোগ। আমরা আশা করি, করোনা মহামারীর বিরুদ্ধে গোটা দেশের লড়াইয়ে আমাদের এই চেষ্টা আরও শক্তি জোগাবে। এবং অনেক জীবন রক্ষা পাবে।"


রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্রুপ প্রেসিডেন্ট ধনরাজ নাথওয়ানি বলেন, "এই করোনা মহামারীর সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই মোদি বিরামহীন পরিশ্রম করে চলেছেন। এই কঠিন সময়ে গুজরাটবাসীর জন্য কঠোর পরিশ্রম করে চলেছেন মুখ্যমন্ত্রী বিজয়ভাই রূপানিও। গুজরাটে করোনা আক্রান্ত রোগদের জন্য হাসপাতালের ব্যবস্থা করতে এগিয়ে এসেছেন রিলায়েন্সের CMD মুকেশ আম্বানি। চেয়ারম্যানের নেতৃত্বে খুব অল্প সময়ের মধ্যে এই দুটি কোভিড কেয়ার সেন্টার গড়ে তুলতে রিলায়েন্স টিম কাজ করছে।"


যে কোনও বড় সঙ্কটের সময় সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছে রিলায়েন্স। ভারতে করোনা মহামারী শুরুর পর গত এক বছর ধরেও সেই ভূমিকা পালন করে চলেছে। গুজরাট এবং দেশের মানুষকে সাহায্য করার জন্য রিলায়েন্স অবিরাম কাজ করে চলেছে। এর পাশাপাশি রিলায়েন্স গুজরাট এবং অন্য কয়েকটি রাজ্যে অক্সিজেনের জোগান দিচ্ছে। মুম্বইয়ে বিনামূল্যে কোভিড চিকিৎসার ব্যবস্থা করেছে RIL। এখানে করোনা চিকিৎসার জন্য রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল ৮৭৫টি বেডের ব্যবস্থা করেছে। অর্থাৎ জামনগর এবং মুম্বইয়ে ১,৮৭৫টি বেডের ব্যবস্থা রাখা হচ্ছে। 


রিলায়েন্স ফাউন্ডেশন সম্বন্ধে :


রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মানব-হিতৈষী শাখা রিলায়েন্স ফাউন্ডেশন। দেশের উন্নয়নে অনুঘটকের কাজ করা যাদের লক্ষ্য। এর নেতৃত্বে রয়েছেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা আম্বানি। এই সংস্থা সবসময় প্রত্যেকের জীবনের মানোন্নয়ন এবং সার্বিক ভালোর জন্য বিরামহীনভাবে কাজ করে চলেছে।  দেশের গ্রামীণ এলাকা, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া,, বিপর্যয় মোকাবিলা, শহরের পুনরুজ্জীবন, কলা, সংস্কৃতি এবং ঐতিহ্যের জন্য কাজ করে চলেছে। গোটা দেশের ৪৫ মিলিয়নের বেশি মানুষের জীবনকে স্পর্শ করতে পেরেছে রিলায়েন্স ফাউন্ডেশন। এর মধ্যে রয়েছে ৪৪,৭০০-র বেশি গ্রাম এবং শহর।