কলকাতা: করোনার থাবা থেকে মুক্তি নেই 'রানীমা'-র ও! সপরিবারে করোনা আক্রান্ত দিতিপ্রিয়া রায়। রয়েছেন হোম আইসোলেশানে। ভ্যাকসিন নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন দিতিপ্রিয়ার মা-বাবা।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে ছোটপর্দার অভিনেতা জিতু কমল জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির অনেকেই করোনার উপসর্গ নিয়ে কাজ করছেন। এর করেকদিন পরেই করোনা আক্রান্ত হন অভিনেত্রী মিঠু চক্রবর্তী। তাঁর ছেলে অর্জুন চক্রবর্তী জানিয়েছেন, আপাতত শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে তাঁর। বাড়িতেই রয়েছেন অভিনেত্রী। সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। আর একবার করোনা আক্রান্ত রানি রাসমণি ধারাবাহিকের প্রাণকেন্দ্র দিতিপ্রিয়া রায়। যদিও অনুরাগীদের উদ্বিগ্ন করতে চান না বলে করোনা আক্রান্ত হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানান নি দিতিপ্রিয়া। সপরিবারে হোম আইসোলেশানেই রয়েছেন তাঁরা।


বাড়িতে থেকেই পোষ্যর সঙ্গে সময় কাটাচ্ছেন দিতিপ্রিয়া। এবিপি লাইভকে বললেন, 'আপাতত শরীর ঠিক আছে। শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে একটু দুর্বল।' তবে বাড়িতে সবাই একসঙ্গে রয়েছেন। সিনেমা দেখে, ছবি এঁকে বা বই পড়েই সময় কাটছে রানি রাসমনি ধারাবাহিকের নায়িকার। আর অপেক্ষা করছে সুস্থ হাওয়ার। সুস্থ হলেই ফের সাদা শাড়িতে রানিমার বেশেই ধারাবাহিকে ফিরবেন তিনি। এখনও ব্যাঙ্কিং থেকেই চলছে ধারাবাহিকের সম্প্রচার।


টলিউডে ক্রমশই চওড়া হচ্ছে করোনার থাবা। ছোটপর্দা থেকে বড়পর্দা, বাদ যাচ্ছেন না কেউই। মিঠু ও দিতিপ্রিয়া ছাড়াও করোনা আক্রান্ত হয়েছেন ইন্দ্রাণী দত্ত, চৈতি ঘোষালও। রয়েছেন হোম আইসোলেশানে। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অভিনেতা জিৎ। সম্প্রতি সোশ্যাল মিডিয়া গুজব ছড়িয়েছে, শরীর বেশি অসুস্থ হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে শুভশ্রীকে। গত বুধবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই জল্পনার অবসান ঘটালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় শুভশ্রী লেখেন, 'একটি খবর ছড়িয়েছে যে আমি হাসপাতালে রয়েছি। খবরটি সম্পূর্ণ ভুয়ো। আমি নিজের বাড়িতেই আছি এবং ভালো আছি। আশা করি আর কিছুদিনের মধ্যেই এই ভাইরাসের কবল থেকে মুক্তি পাব আমি।'