বারাবাঁকি : কোভিডকালে ভ্যাকসিন পেতে কালঘাম ছুটছে দেশবাসীর। সেখানে ভ্যাকসিন আতঙ্কে নদীতে ঝাঁপ দিলেন একাংশ গ্রামবাসী। এমনই বিরল ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের বারাবাঁকির গ্রাম।
যত কাণ্ড উত্তরপ্রদেশে ! 'জীবনদায়ী' ভ্যাকসিনে মৃত্যুর আশঙ্কা করছে বারাবাঁকির সিসউরাহ গ্রাম। জেলা প্রশাসনের দাবি, স্বাস্থ্যকর্মীদের দেখে সরযূ নদীতে ঝাঁপ দেন গ্রামবাসী। এ প্রসঙ্গে রামনগর তহসিলের সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট রাজীব কুমার শুল্কা বলেন, ''শনিবার এই ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীকে ভ্যাকসিন দিতে গেলে পালিয়ে যান অনেকেই। এমনকী ভ্যাকসিন নেবেন না বলে নদীতে ঝাঁপ দেন গ্রামবাসীদের একাংশ। পরে তাঁদের ভ্যাকসিনের গুরুত্ব বোঝানো হলে ১৮জন কোভিড টিকা নেন।''
দেশের বর্তমান পরিস্থিতি বলছে, ভ্যাকসিনের অভাবে নাজেহাল অবস্থা বিভিন্ন রাজ্যে। গত ১ মে চালু হলেও বহু রাজ্যেই ঢিমেতালে চলছে (১৮-৪৪) বয়সিদের টিকাকরণ। অনেক রাজ্যই পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণে টিকাকরণ বন্ধ করে দিয়েছে। সোমবার থেকে ১৮ ঊর্ধ্বের টিকাকরণ আপাতত বন্ধ করেছে দিল্লি। তবে শুধু দিল্লি নয়, দেশের বেশকিছু রাজ্যে অন্যান্য গ্রুপের টিকাকরণও দ্রুত গতিতে এগোচ্ছে না। মোটের ওপর সবারই এক অভিযোগ, পর্যাপ্ত ভ্যাকসিন পাচ্ছে না তারা।
দেশের এরকম একটা সময়ে ভ্যাকসিন পেয়েও অবহেলা করছে উত্তরপ্রদেশের গ্রাম। গ্রামবাসী জানিয়েছেন, কোভিড ভ্যাকসিন নিয়ে তাঁদের মনে ভয় ছিল। ভ্যাকসিনের নামে তাঁদেরকে বিষ দেওয়া হবে বলে ভয় দেখিয়েছিল কিছু লোক। সেই থেকে টিকাকরণে আপত্তি ছিল তাঁদের। সেকারণে স্বাস্থ্যকর্মীরা ভ্যাকসিন নিয়ে এলে নদীতে ঝাঁপ দেন তাঁরা।
সম্প্রতি উত্তরপ্রদেশে ফের করোনা কার্ফু বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। সোমবার সকাল ৭টা পর্যন্ত এই করোনা কার্ফু জারি ছিল উত্তরপ্রদেশে। যদিও নতুন নিয়ম অনুসারে, আগামী ৩১ মে সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে এই করোনা কার্ফু। এ প্রসঙ্গে প্রশাসন জানায়, করোনা ভাইরাস রোধে আংশিক কার্ফু ইতিবাচক ফল দিয়েছে। তাই রাজ্যবাসীর স্বাস্থ্যের কথা ভেবে নতুন করে নিষেধাজ্ঞা জারি রাখা হল।