কলকাতা: শক্তি বাড়িয়ে বাংলার দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ। অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার তা অতিক্রম করবে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মধ্যবর্তী উপকূল এলাকা।
এই পরিস্থিতিতে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সাইক্লোন মোকাবিলার প্রস্তুতি। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি যথাসম্ভব কমাতে নেওয়া হচ্ছে আগাম সতর্কতামূলক ব্যবস্থা।
শঙ্করপুরে সাইরেন বাজিয়ে চলছে পুলিশের প্রচার। স্থানীয় বাসিন্দা ও মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। পাশাপাশি, মাছ ধরার নৌকাগুলোকে এনে সার বেঁধে রাখা হয়েছে জেটিতে।
ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কায় দিঘা উপকূলে জারি হয়েছে লাল সতর্কতা। কাল রাতে সমুদ্র-শহরে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। সকাল থেকে মাঝেমধ্যেই আকাশের মুখভার। দিঘার সমুদ্র আপাতত শান্ত। ধূ-ধূ করছে সৈকত। মাইকে সতর্কতামূলক প্রচার চলছে। আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে।
করোনা আবহে বেশ কিছুদিন ধরেই বকখালির সমুদ্র সৈকত পর্যটকশূন্য। তার মধ্যে ঘূর্ণিঝড়ের আশঙ্কায় খাঁ খাঁ করছে আশপাশের এলাকা। ঝড়ে ক্ষয়ক্ষতির আশঙ্কায় বাড়ি-দোকান মেরামতির কাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
কাকদ্বীপ-সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় আবহাওয়ার পরিবর্তন। সকাল থেকে মেঘলা আকাশ। ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। গ্রামে গ্রামে গিয়ে সতর্কতামূলক প্রচার করছে পুলিশ। ড্রোনের মাধ্যমেও চলছে নজরদারি।
ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় প্রস্তুতি। ক্যানিং পূর্ব বিধানসভার তাম্বুলদহ গ্রাম পঞ্চায়েত এলাকায় মাতলা নদীর পাড় ধরে বাঁধ মেরামতি শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতির পাশাপাশি, জলোচ্ছ্বাস আটকাতে বাঁধ উঁচুও করা হচ্ছে। প্রশাসনের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মণি নদীর বাঁধ। একবছর পর ঘূর্ণিঝড় ইয়াসের আসার আগে আতঙ্কিত গ্রামবাসীরা। বাঁধ ভেঙে ফের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। দিনকয়েক আগে এই এলাকায় বাঁধ মেরামতির কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালিতে চলছে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি চলছে। ক্যানিং ২ নম্বর ব্লকের বিডিও-কে সঙ্গে নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিজেই মাইকে প্রচার করছেন। পাশাপাশি, গ্রামে গ্রামে গিয়ে বাসিন্দাদের সতর্ক করছে এনডিআরএফ। বিধায়কের নেতৃত্বে মাতলা নদীতে বাঁধ মেরামতির কাজ দেখভাল করা হচ্ছে।