কলকাতা: ঘূর্ণিঝড় আসার আগেই ত্রাণকাজে দুর্নীতি রুখতে সক্রিয় তৃণমূল বিধায়ক। গতকাল সোনারপুরে এক বৈঠকে পঞ্চায়েত ও পুরসভা এলাকায় দলীয় কর্মী ও স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। বিধায়ক জানিয়েছেন, গ্রামীণ এলাকায় প্রতিটি পঞ্চায়েত ও পুর এলাকায় ওয়ার্ড অফিসে খোলা হবে কন্ট্রোল রুম খোলা হবে। মাটির বাড়ি অথবা বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হবে। দলমতনির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকবে প্রশাসন, এই বার্তা দেন লাভলি মৈত্র।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হল ঘূর্ণিঝড়ে। বর্তমানে দিঘা থেকে ৬৩০ কিলোমিটার ও ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৪০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ইয়াস। মৌসম ভবন জানিয়েছে, ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এই ঘূর্ণিঝড়। আজ রাতের মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
মঙ্গলবার অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বুধবার সকালে উত্তর বঙ্গোপসাগরে বাংলা-ওড়িশা উপকূলে অবস্থান করবে। দুপুরের পর আছড়ে পড়তে পারে পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে স্থলভাগে। দিঘা থেকে বালেশ্বরের মধ্যে স্থলভাগে ঢোকার সম্ভাবনা প্রবল। স্থলভাগে ঢোকার সময় সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আজ দিনভর দক্ষিণবঙ্গে অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। দুপুরের পর থেকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। কাল থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি।
স্পষ্টতই, আমফানের ক্ষত সেরে ওঠার আগেই এবার ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কা। জেলায় জেলায় শুরু হয়েছে সতর্কতামূলক প্রচার। এই আবহে গতকাল দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। এদিকে আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছিল দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মণি নদীর বাঁধ। একবছর পর ঘূর্ণিঝড় ইয়াসের আসার আগে আতঙ্কিত গ্রামবাসীরা। বাঁধ ভেঙে ফের এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। শঙ্করপুরে সাইরেন বাজিয়ে চলছে পুলিশের প্রচার। স্থানীয় বাসিন্দা ও মত্স্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে। ঘূর্ণিঝড় ইয়াসের আশঙ্কায় দিঘা উপকূলে জারি হয়েছে লাল সতর্কতা। কাল রাতে সমুদ্র-শহরে বৃষ্টি হয়েছে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।