চেন্নাই: দুই মাস, ৭৩ ম্যাচ এবং অগণিত স্মরণীয় মুহূর্তের পর আজ আইপিএলের খেতাবি (IPL 2024 Final) লড়াই। চিপকে খেতাবি লড়াইয়ে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ (KKR vs SRH)। দুই দলই গোটা মরশুম জুড়ে ধারাবাহিক পারফর্ম করেছে। কিন্তু ফাইনাল শেষে খেতাব উঠবে কার হাতে? মিচেল স্টার্ক (Mitchell Starc) কিন্তু মনে করছেন পাওয়ার প্লেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে।

  


এই মাঠেই কোয়ালিফায়ার ২-এ রাজস্থান রয়্যালসকে হারিয়েছিল। কিন্তু সেই ম্যাচের সঙ্গে আজকের ফাইনালের অনেক পার্থক্য রয়েছে, কারণ ভিন্ন পিচে আজকের ম্যাচ খেলা হচ্ছে। অন্তত এমনটাই মনে করছেন স্টার্ক। ম্যাচের আগে সাক্ষাৎকারে কেকেআর তারকা বলেন 'আমরা ওই ম্যাচটা (কোয়ালিফায়ার ২) দেখেছি। সানরাইজার্স দুইদিন আগে এখানে খেলেছে। তবে পিচটা তো ভিন্ন ছিল। আমার মতে দুই ইনিংসেই পাওয়ার প্লে ম্যাচের ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আমদাবাদে (কোয়ালিফায়ার) পাওয়ার প্লেতে অধিক সফল হয়েছিলাম। আশা করছি এখানেও তেমনটাই হবে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে তো আগে থেকে কিছুই বলা যায় না।'


আইপিএলের ইতিহাসে সর্বকালের সর্বাধিকমূল্যে এ বারের নিলাম মিচেল স্টার্ককে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তিনি মরশুমের শুরুতে নিজের দক্ষতা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। প্রবল সমালোচনারও সম্মুখীন হতে হয় তাঁকে। কিন্তু টুর্নামেন্ট যত গড়িয়েছে, ততই ক্ষুরধার হয়ে উঠেছে স্টার্কের বোলিং। টুর্নামেন্টে ১৩ ম্যাচে ১৫টি উইকেট নিয়ে ফেলেছেন তিনি।


'আমি বেশ কয়েকদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলিনি। তবে ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়েছি বলেই আমার মনে হয়। টি-টোয়েন্টিতে পরিস্থিতি এবং ব্যাটিং দলের আক্রমণের বিরুদ্ধে দ্রুত মানিয়ে নেওয়াটাই তো সবথেকে জরুরি। আমাদের বোলিং বিভাগ এবারে গোটা টুর্নামেন্ট জুড় দারুণ পারফর্ম করেছে। দলগতভাবে আমরা চেষ্টা করেছি এবং প্রতিটি ম্যাচেই একটু একটু করে নিজেদের উন্নত করেছি। ব্যক্তিগতভাবে আমি এই সাফল্যে অবদান রাখতে পারায় সন্তুষ্ট। আশা করছি আজকের রাতও এমন সাফল্যমন্ডিত হবে।' 


আমদাবাদে কোয়ালিফায়ার ১-এ স্টার্কের দাপট দেখা গিয়েছিল। রবিবাসরীয় ফাইনালেও কি ফের একবার সেই ছবিই দেখা যাবে, তার জবাব আর খানিক পরেই মিলবে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ফটোশ্যুটেও আবারও ছবির ডানদিকে পোজ় কামিন্সের, আইপিএল খেতাবও উঠবে কামিন্সের হাতেই?