নয়াদিল্লি: ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে। রাজধানীজুড়ে মোতায়েন করা হয়েছে ৭০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র প্যারেডের রুটেই ৮ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। বিশেষভাবে নজরদারির জন্য বসানো হয়েছে এক হাজার সিসিটিভি ক্যামেরা। 


২৬ জানুয়ারির অনুষ্ঠানের জন্য আগে থেকেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল দিল্লিকে। ২৫ জানুয়ারি রাত ১০টা থেকেই দিল্লির সীমানা সিল করা হয়েছে। ভারী যানবাহন, হালকা মাল পরিবহনের গাড়ি চলাচলে লাগাম টানা হয়েছে। আধুনিক সরঞ্জাম ব্যবহার করে যেমন নজরদারি চলেছে, তেমনই পুলিশকর্মী নামিয়ে নজরদারিও চলছে।


ANI-কে দেওয়া সাক্ষাৎকারে  দিল্লির স্পেশাল কমিশনার অফ পুলিশ (আইন ও শৃঙ্খলা) দীপেন্দ্র পাঠক জানিয়েছেন যে বিভিন্নরকম ঝুঁকির কথা মাথায় রেখেই নানা রকম ভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ইনটেলিজেন্স এজেন্সি, দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি নানা সূত্রে খবর পেয়েছে, বিপদ বা ঝুঁকির সতর্কতা রয়েছে তাই সেভাবেই নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। 


কখন কী হবে?
সকাল ১০টা ৫ মিনিটে ন্য়াশনাল ওয়ার মেমোরিয়ালে শহিদ সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


সকাল ১০টা ২২ মিনিটে কর্তব্যপথে পৌঁছবেন প্রধানমন্ত্রী। 


সকাল ১০টা ২৫ মিনিটে কর্তব্যপথে পৌঁছবেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। 


সকাল ১০টা ২৭ মিনিটে অনুষ্ঠানস্থলে পৌঁছবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সঙ্গে থাকবেন এবারের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাকরঁ। 


প্রথমেই হবে জাতীয় পতাকা উত্তোলন। তারপর জাতীয় সঙ্গীত। 


সকাল সাড়ে ১০টা নাগাদ রাজধানীর কর্তব্যপথে শুরু হবে কুচকাওয়াজের অনুষ্ঠান। বিজয়চক থেকে শুরু হয়ে লালকেল্লা ময়দানের দিকে এগোবে প্যারেড। 


বিকেল ৪টেয় আটারি-ওয়াঘা সীমান্তে হবে বিটিং দ্য রিট্রিট। 


বিশেষ আকর্ষণ:
৭৫ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে অংশ নিচ্ছে ফরাসি বাহিনীর ৯৫ জন সদস্য। ৩৩ সদস্যের ফরাসি মিলিটারি ব্যান্ডও থাকছে কুচকাওয়াজে। ফ্রান্সের বায়ুসেনার দুটি রাফাল যুদ্ধবিমানও থাকছে প্রজাতন্ত্র দিবসের সমারোহে। দিল্লিতে এবারের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্য়ুয়েল মাকরঁ। সন্ধে ৭টা ১০ মিনিটে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বৈঠক করবেন মাকরঁ। আজ রাতের বিমানেই দিল্লি থেকে ফ্রান্সে ফিরে যাবেন তিনি। 


আরও পড়ুন: কর্তব্যপথে কখন শুরু প্যারেড? কখন পৌঁছবেন মোদি? রইল সম্পূর্ণ সময়সূচি