কলকাতা: রাত পোহালেই ভারতের প্রজাতন্ত্র দিবস। এই দিনটি সারা ভারতের চোখ হয়তো থাকে রাজধানীতে হওয়ার প্যারেডে। ভারতের প্রতিরক্ষা  শক্তির বহর, ভারতীয় বাহিনীর বিভিন্ন রেজিমেন্টের প্যারেড, অস্ত্রের সম্ভার থেকে শুরু করে পুলিশ, বিভিন্ন নিরাপত্তা বাহিনী, আধাসামরিক বাহিনীর প্যারেডের দিকে চোখ থাকে। চোখ টানে বায়ুসেনার মহড়াও। এবারও নিয়ম মেনে নয়াদিল্লির কর্তব্য় পথে আয়োজিত হতে চলেছে প্রজাতন্ত্র দিবসের প্যারেড। এবার অতিথি হিসেবে থাকছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর। 


প্রজাতন্ত্র দিবসের খুঁটিনাটি:


কবে হবে: ২৬ জানুয়ারি (শুক্রবার)
শুরু কখন: সকাল সাড়ে ন'টা থেকে ১০টা
প্যারেড হবে: বিজয় চক থেকে ইন্ডিয়া গেট
কতটা পথ: ৫ কিলোমিটার পথে প্যারেড
স্থান: কর্তব্য় পথ, নয়া দিল্লি
টিকিটের মূল্য: সংরক্ষিত আসনের জন্য ৫০০ টাকা, অসংরক্ষিত আসনের জন্য ১০০ টাকা, রেস্ট্রিকটেড ভিউ অসংরক্ষিত আসনের জন্য ২০ টাকা।


বিজয় চক, কর্তব্য পথ, সি-হেক্সাগন, নেতাজি সুভাষ বোসের মূর্তি, তিলক মার্গ, বাহাদুর শাহ জাফর মার্গ এবং নেতাজি সুভাষ মার্গ হয়ে লালকেল্লায়  শেষ হবে প্যারেড।


অনলাইনেও মিলবে টিকিট:
১০ জানুয়ারি থেকে শুরু হয়েছিল প্রজাতন্ত্র দিবসের প্য়ারেডের জন্য অনলাইনে টিকিট বিক্রি। এই টিকিট মিলবে আজ পর্যন্ত।


কীভাবে মিলবে টিকিট?
প্রতিরক্ষা মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন
সাইন ইন করুন বা রেজিস্টার করুন, যাবতীয় তথ্য দিন, এবার ওটিপি দিন
একটি ড্রপডাউন বক্স খুলবে সেখান থেকে নিজের ইচ্ছেমতো অনুষ্ঠান বেছে নিন
এবার কতজন যাবেন, কোন ধরনের আসনে বসবেন সেই তথ্য দিন (এক একবারে সর্বাধিক চারটি)  
একাধিক পেমেন্ট অপশন থেকে সুবিধামতো বেছে নিন।
পেমেন্ট হলে একটি ইমেল এবং এসএমএস পাবেন যেখানে বুকিংয়ের তথ্য ও QR কোড থাকবে।
ডাউনলোড করে প্রিন্ট করে নিন সেই টিকিট, তার সঙ্গে নিজের পরিচয়পত্র নেবেন। ওই অনুষ্ঠানে ঢোকার আগে QR কোড স্ক্য়ান করতে হবে।


অফলাইনেও মেলে টিকিট: বেশ কিছু স্বীকৃত কাউন্টার খোলা হয় যেখানে প্রজাতন্ত্র দিবসের টিকিট পাওয়া যায়। পরিচয়পত্রের কপি এবং আসল দেখাতে হবে টিকিট কাটার সময়। অনুষ্ঠানের দিন টিকিটের সঙ্গে নিজের পরিচয়পত্র নিতে হবে।


সকালে জাতীয় পতাকা উত্তোলনের পরে সময়সূচি অনুযায়ী প্যারেড শুরু হবে। গোটা অনুষ্ঠানটি লাইভ স্ট্রিম হবে সরকারি চ্যানেল দূরদর্শন এবং সংসদ টিভিতে। দূরদর্শনের ইউটিউব চ্যানেল এবং PBI-এর ওয়েবসাইটেও স্ট্রিম হবে।


আরও পড়ুন: সাইকেলে কালনা-কোহিমা-কোচবিহারে ৭৩-এর যুবক! ন্যায় যাত্রায় যাবেন মুম্বই