নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভেন্টিলেটরে আছেন তিনি। দয়া করে প্রত্যেকে তাঁর জন্য প্রার্থনা করুন। টুইট করলেন প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়।


৮৪ বছরের প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে ২ দিন আগে অস্ত্রোপচার হয়েছে। করোনাও হয়েছে তাঁর। দিল্লির সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর মেয়ে শর্মিষ্ঠা টুইট করেছেন, ঈশ্বর তাঁর জন্য যেটা ভাল, সেটাই যেন করেন আর আমাকে শক্তি দেন, জীবনের সুখ-দুঃখ সমানভাবে গ্রহণ করতে।


পড়ে গিয়ে চোট পাওয়ার কারণে সোমবার হাসপাতালে ভর্তি হন প্রণব। সেখানে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। নিজেই হাসপাতাল থেকে টুইট করে তিনি বলেন, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের সেলফ আইসোলেশনে যেতে ও করোনা পরীক্ষা করাতে। মস্তিষ্কে জমাট বাঁধা রক্ত বার করতে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার হয় তাঁর।

দলমত নির্বিশেষে রাজনীতিকরা প্রাক্তন রাষ্ট্রপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু কথা বলেছেন তাঁর মেয়ে শর্মিষ্ঠার সঙ্গে। সোমবার হাসপাতালে গিয়ে তাঁকে দেখে এসেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। কংগ্রেস নেতা রাহুল গাঁধী পাঠিয়েছেন তাঁর শুভেচ্ছা।