RG Kar News: ৯ দিনের তদন্তে কতদূর অগ্রগতি? সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট দিল CBI

RG Kar CBI Report: পাশাপাশি আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় কী পদক্ষেপ? রিপোর্ট দিল রাজ্যও

Continues below advertisement

কলকাতা: আজ ফের সুপ্রিম কোর্টে আর জি কর-মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলার শুনানি। ৯ দিনের তদন্তে কতদূর অগ্রগতি? সর্বোচ্চ আদালতে স্টেটাস রিপোর্ট দিল CBI । পাশাপাশি আর জি কর মেডিক্যালে ভাঙচুরের ঘটনায় কী পদক্ষেপ? রিপোর্ট দিল রাজ্যও। জোড়া রিপোর্ট দেখার পর কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হবে সুপ্রিম কোর্টে। 

Continues below advertisement

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় গত মঙ্গলবার  সুপ্রিম কোর্টে একের পর এক তীক্ষ্ণ প্রশ্নের মুখে পড়ে রাজ্য় সরকার ও প্রশাসন। প্রশ্নের মুখে পড়ল আর জি কর মেডিক্য়ালের সদ্য় প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের ভূমিকাও। গত ১৩ অগাস্ট কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার গ্রহণ করে সিবিআই। ঠিক তার পরের রাতে ১৪ অগাস্ট আর জি করে তাণ্ডবের ঘটনা ঘটে। চিকিৎসক ধর্ষণ-খুনে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট চেয়েছিল শীর্ষ আদালত। এদিন সেই রিপোর্ট পেশ করে সিবিআই। পাশাপাশি তাণ্ডবের ঘটনায় রিপোর্ট পেশ করে রাজ্যও।                                         

গত মঙ্গলবার প্রধান বিচারপতির বেঞ্চ প্রশ্ন করেন, কেন প্রথমে পরিবারকে আত্মহত্যা বলা হল? আর জি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ কেন প্রথমে FIR করেনি? ভোরবেলার ঘটনা, অথচ কেন রাতে FIR করা হল? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন, ঘটনার পর কী করছিলেন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল? এই ধরনের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে FIR করা দরকার। কেন পরিবারকে মৃতদেহ দেওয়ার ৩ ঘণ্টা পরে FIR দায়ের হল? ভোরবেলার ঘটনা, অথচ FIR করতে কেন রাত রাত ১১ টা ৪৫ বাজল? যেখানে দেখে বোঝা যাচ্ছে, এটা আত্মহত্য়ার ঘটনা নয়, তা সত্ত্বেও, তরুণী চিকিৎসকের পরিবারকে কেন সুইসাইড বলা হল? তৎকালীন অধ্যক্ষ কেন বলেছিলেন এটি আত্মহত্যার ঘটনা? সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে কী করে তাঁকে নতুন দায়িত্ব দেওয়া হল তা নিয়েও প্রশ্ন তোলে সর্বোচ্চ আদালত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: RG Kar News: আজ থেকেই আধা সেনা আরজি করে, কোন শিফটে কতজন মোতায়েন?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola