কলকাতা: আজ থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতির ডাক দিল দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠন ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশন। আর জি কর মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণের ধটনার প্রতিবাদে এবং কর্মরত মহিলা চিকিৎসক, স্বাস্থ্য়কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সুরক্ষা আইন আনার দাবিতে শনিবার কর্মবিরতির ডাক দিয়েছে দিল্লি AIIMS-র ফ্য়াকাল্টি অ্য়াসোসিয়েশন।


AIIMS এর ডিরেক্টরকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তাঁরা। নোটিসে জানানো হয়েছে জরুরি বিভাগ ছাড়া, বর্হিবিভাগ, ওটি, ল্য়াবরেটরি বন্ধ থাকবে। পিজিআই চন্ডীগড়ের তরফেও সার্কুলার জারি করে জানানো হয়েছে ইন্ডিয়ান মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের তরফে যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে তাতে সমর্থন জানিয়ে শনিবার বর্হিবিভাগ, রুটিন অস্ত্রোপচার বন্ধ রাখা হবে।


আর জি কর মেডিক্য়াল কলেজের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে রাজ্যের স্বাস্থ্য় ও পরিবার কল্য়াণ দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে চিঠি লিখেছে ফ্য়ামিলি ফিজিশিয়ান অ্য়াসোসিয়েশন কলকাতা। অন্য়দিকে কর্মবিরতির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস্ ফোরাম, অ্য়াসোসিয়েশন অফ হেলথ্ সার্ভিস ডক্টরস সহ বিভিন্ন চিকিৎসক সংগঠন। RG কর মেডিক্যাল কলেজ-কাণ্ডে তোলপাড় গোটা দেশ। CBI-এর পর এবার রাজ্যে আসে চিকিৎসকদের সংগঠন IMA-র কেন্দ্রীয় নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান দেশে চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠনের প্রতিনিধিরা।  


আরও পড়ুন, পেট্রোলে ৬৬ পয়সা কমল নদিয়ায়, সপ্তাহান্তে আপনার শহরে জ্বালানির দাম কী ?


ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করতে পারবে না সরকার। আরও তীব্র হবে আন্দোলন। RG কর মেডিক্যালে মধ্যরাতের তাণ্ডবের পর সুর চড়ালেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, হামলা রাজনৈতিক মদতপুষ্ট, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে হামলা চালানো হয়েছে। ভাঙা মঞ্চেই প্রতিবাদ জারি রাখলেন জুনিয়র চিকিৎসকরা। মেরামত করা হয় ধর্নামঞ্চ।  আন্দোলনকারী চিকিৎসকদের অবস্থান-মঞ্চে যোগ দিয়েছেন নার্সিং স্টাফরাও। একদল অবস্থানে বসছেন, আরেক দল রোগীদের পরিষেবা দিচ্ছেন, দাবি বিক্ষোভরত নার্সিং স্টাফদের। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।