নয়াদিল্লি: আইপিএলের (IPL 2025) পরের মরশুম শুরু হতে এখনও অনেক সময় রয়েছে।  ২০২৫ সালের মরশুমের নিলামের দিনক্ষণও জানানো হয়নি। এমনকী কতজন, খেলোয়াড়কে মেগা নিলামের আগে দলে রাখা যাবে সেই নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এরই মাঝে সেই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। জল্পনা এক বিশেষ নিয়ম নিয়ে যার জেরে মহেন্দ্র সিংহ ধোনিকে (Mahendra Singh Dhoni) 'আনক্যাপড' ক্রিকেটার হিসাবে দলে রাখতে পারবে চেন্নাই সুপার কিংস।


কোনও খেলোয়াড়া আনক্যাপড হলে, তাঁর দাম আন্তর্জাতিক ক্রিকেটারদের থেকে খানিক কমে যায়। আনক্যাপড প্লেয়ার, অর্থাৎ যাঁরা জাতীয় দলে খেলেন না, তাঁদের রিটেন করার সর্বোচ্চ দল ৪ কোটি টাকা। ধোনিকে আগের মরশুমে ১২ কোটি টাকায় দলে রেখেছিল সিএসকে। ধোনি আনক্যাপড হলে হলুদ ব্রিগেডের পার্সে খরচ করার জন্য অনেকটাই টাকা বেড়ে যাবে। ধোনি নাকি নিজেই আনক্যাপড হিসাবে দলে থাকতে চান বলে খবরও রটেছে। একজন দুই বিশ্বজয়ী অধিনায়ক, বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার কীভাবে আনক্যাপড হিসাবে খেলতে পারেন, সেই নিয়ে জল্পনা, তর্ক-বিতর্ক চলছে।


তবে খবর থাকলেও, সিএসকের তরফে যে এমন কোনও নিয়মের দাবি জানানো হয়নি, তা স্পষ্ট করে দেন ফ্র্য়াঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন (Kasi Viswanathan)। বরং বোর্ডের তরফেই এই নিয়মের কথা জানানো হয়েছে বলে বলেন তিনি। কাশীর দাবি, 'আমার এই বিষয়ে কোনও ধারণা নেই এবং আমরা এই নিয়ে কোনও দাবি বা অনুরোধ পেশ করিনি। বিসিসিআইয়ের তরফেই আমাদের বরং জানানো হয়েছে যে আনক্যাপড খেলোয়াড়ের নিয়মটা (সামনের মরশুমে) থাকবে। ব্যস এটুকুই। তবে সরকারিভাবে তো এখনও পর্যন্ত বোর্ডের তরফে কিছুই ঘোষণা করা হয়নি।'


কিন্তু কী এই নিয়ম, যার ফলে ধোনিকে আনক্যাপড খেলোয়াড় হিসাবে দলে রাখা যাবে? এই নিয়ম অনুযায়ী পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ক্রিকেটারদের আনক্যাপড তালিকায় রাখা হবে। ২০২১ সালের আইপিএল পর্যন্ত এই নিয়ম চালুও ছিল। কিন্তু তারপর ফ্র্যাঞ্চাইজিদের সম্মিলিত ইচ্ছায় নিয়মটি তুলে দেওয়া হয়। তবে ফের একবার এই নিয়ম দেখা যেতে পারে। ধোনি ২০২০ সালের ১৫ অগাস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। কিন্তু তিনি ২০১৯ সালে ৯ জুলাই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ সেমিফাইনালের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি। অর্থাৎ পাঁচ বছরের অধিক সময় তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। তাই তিনি ওই নিয়মে আনক্যাপড হতে পারেন। শেষমেশ কী করা হবে এখন সেটাই দেখার বিষয়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: 'খেলোয়াড়দের প্রতি এর থেকে বড় অন্যায় হয় না', IPL-র কোন নিয়মের বিরুদ্ধে সোচ্চার হলেন অশ্বিন?