কলকাতা: বাংলা-পাঞ্জাবে জোটে জট, একই পথে বিহারও? লোকসভা ভোটের আগে কি নরেন্দ্র মোদির হাত ধরছেন নীতীশ কুমার (Nitish Kumar Joining Hands With BJP)? আপাতত এই নিয়ে জল্পনা তুঙ্গে। সূত্রের খবর, ৪ ফেব্রুয়ারি বেতিয়ায় মোদির সভায় থাকতে পারেন জেডি(ইউ) প্রধান। সেক্ষেত্রে সাধারণ নির্বাচনের আগেই বিহার বিধানসভায় ভাঙনের আশঙ্কা করছেন অনেকে। 


জল্পনা...
এদিন পটনায় জেডি'(ইউ) বিধায়কদের সঙ্গে বৈঠক করেন নীতীশ কুমার। যার পর নতুন সমীকরণের জল্পনা হু হু করে ছড়িয়েছে। সূত্রের খবর, বিহারে মুখ্যমন্ত্রীর পদ পেতে চায় বিজেপি। আজ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বাড়িতে যাওয়ার কথা বিহার বিজেপি নেতৃত্বের। এদিকে আরজেডি এবং জেডি(ইউ)-র মধ্যে মতবিরোধের আঁচ স্পষ্ট হতে শুরু করেছে। এই মুহূর্তে জল্পনা এতটাই তীব্র যে, লোকসভা ভোটের আগে বিহার বিধানসভায় ভাঙনের চর্চাও শোনা যাচ্ছে। তবে সূত্রের খবর, লোকসভা ভোট পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকতে চান নীতীশ কুমার। এহেন পরিস্থিতিতে বিজেপির সঙ্গে তাঁদের জোট কী ভাবে সম্ভব, ভাঙন রুখতে আরজেডি কিছু করবে কিনা, তা নিয়ে আলোচনা তুঙ্গে। ঠিক কী কী ঘটছে বিহারে? এক নজরে দেখে নেওয়া যাক।


বিহারে যা যা ঘটল...



  • নীতীশ কুমারের সমস্ত কর্মসূচি বাতিল হয়েছে

  • সমস্ত জেডি(ইউ) বিধায়কদের পটনাকে ডেকে পাঠানো হয়েছে

  • মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক করছেন জেডি(ইউ) বিধায়করা

  • আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের কন্যা রোহিণী আর্চায নাম না করেই নীতীশকে আক্রমণ করেন বলে অভিযোগ

  • কংগ্রেস সাংসদ রাহুল গাঁধীর 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'-র থেকে নিজেকে দূরেই রেখেছেন জেডি(ইউ) প্রধান

  • বিহার বিজেপির সভাপতি সম্র্রাট চৌধুরি এর মধ্যেই দিল্লির উদ্দেশে যাত্রা করেছেন

  • সূত্রের খবর, বিহারের মন্ত্রিসভার বৈঠক মোটে ২৫ মিনিটেই শেষ হয়ে যায়

  • মন্ত্রিসভার বৈঠকে কিছু বলতে শোনা যায়নি তেজস্বী যাদবকে

  • সূত্রের খবর, বিহার নিয়ে বুধবারই কথা বলেছেন শীর্ষ বিজেপি নেতৃত্ব

  • মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্পর্কে মন্তব্যের আগে দলের নেতাদের সতর্ক হতে নির্দেশও দিয়েছে শীর্ষ বিজেপি নেতৃত্ব, খবর সূত্রে

  • বুধবার, লালুপ্রসাদ যাদবের নাম না নিয়ে 'পরিবারতন্ত্র'-র বিরুদ্ধে সরব হতে শোনা গিয়েছিল নীতীশকে।

  • প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুরকে 'ভারতরত্ন' দেওয়ার সিদ্ধান্ত জানার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদও দেন নীতীশ।

  • 'ইন্ডিয়া অ্যালায়েন্স'-র কো-অর্ডিনেটরেরও পদও প্রত্যাখ্যান করেন জেডি(ইউ) প্রধান। 


বাড়ছে জল্পনা...
সব মিলিয়ে বাড়ছে জল্পনা। যদিও বিজেপি-বিরোধী 'ইন্ডিয়া' জোটের অন্যতম উদ্যোক্তা হিসেবে জেডি(ইউ) প্রধানের ভূমিকার কথা মনে রয়েছে অনেকের। কিন্তু একের পর এক ঘটনাপ্রবাহে এখন অন্য সমীকরণের ইঙ্গিত।


 


আরও পড়ুন:কুনোয় পর পর ১০ মৃত্যু, বিদেশি চিতার জন্য এবার বিকল্প বাসস্থান